× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বজ্রপাতে মৃত্যুহার শূন্যে নামাতে এক হাজার ৯০০ কোটি টাকার প্রকল্প

রংপুর অফিস

প্রকাশ : ২২ মার্চ ২০২৩ ১৭:১৭ পিএম

আপডেট : ২২ মার্চ ২০২৩ ১৮:০৯ পিএম

সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. মো. এনামুর রহমান। প্রবা ফটো

সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. মো. এনামুর রহমান। প্রবা ফটো

দেশে বজ্রপাতে মৃত্যুর হার শূন্যের কোঠায় নামিয়ে আনতে সরকার এক হাজার ৯০০ কোটি টাকার একটি প্রকল্প হাতে নিয়েছে বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. মো. এনামুর রহমান।

প্রতিমন্ত্রী বলেন, ‘বজ্রপাতে মৃত্যুর হার শূন্যের কোঠায় আনা হবে। এ লক্ষ্যে সরকার একটি প্রকল্প হাতে নিয়েছে। প্রকল্পের মাধ্যমে সচেতনতামূলক কার্যক্রম, বজ্রপাতের ৪০ মিনিট আগে আগাম সতর্কবার্তা দেওয়া, বজ্রপাত নিরোধী দণ্ড স্থাপন ও বজ্রপাত নিরোধী শেল্টার গড়ে তোলা হবে। এটি একনেকের সবুজ পাতায় রয়েছে। এটি দ্রুত সময়েই পাস হয়ে যাবে বলে আশা করছি।’ 

বুধবার (২২ মার্চ) দুপুরে রংপুর রবার্টসনগঞ্জ উচ্চ বিদ্যালয় ও মহাবিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠানে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। 

প্রতিমন্ত্রী বলেন, ‘বিগত সময়ে আমরা এক কোটি তালগাছ রোপণের প্রকল্প হাতে নিয়েছিলাম। কিন্তু সেটি সফলভাবে সম্পন্ন হয়নি। তালগাছ বাড়ে কম, অনেক গাছ মারা গিয়েছিল। তাই সেই প্রকল্প বাতিল করে বজ্রপাত নিরোধক দণ্ড বসানোর প্রকল্প নেওয়া হয়েছে। ইতোমধ্যে ১৫টি বজ্রপাতপ্রবণ এলাকায় বজ্রনিরোধক দণ্ড স্থাপন করা হয়েছে।’ 

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রবার্টসনগঞ্জ উচ্চ বিদ্যালয় ও মহাবিদ্যালয়ের অধ্যক্ষ জাকির হোসেন, ব্যবস্থাপনা কমিটির সভাপতি আলতাব হোসেন চৌধুরী, ওয়ার্ড কাউন্সিলর শাহজাদা আরমানসহ অন্যরা।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা