× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

নিতাইগঞ্জে বিস্ফোরণ : ২৪ ঘণ্টার মধ্যে ভবনটি ভেঙে ফেলার নির্দেশ

নারায়ণগঞ্জ প্রতিবেদক

প্রকাশ : ২১ মার্চ ২০২৩ ১৮:৫৯ পিএম

আপডেট : ২১ মার্চ ২০২৩ ১৯:২৬ পিএম

নিতাইগঞ্জে বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ভবনটি আগামী ২৪ ঘণ্টার মধ্যে ভেঙে ফেলার নির্দেশ দেওয়া হয়েছে। সংগৃহীত ফটো

নিতাইগঞ্জে বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ভবনটি আগামী ২৪ ঘণ্টার মধ্যে ভেঙে ফেলার নির্দেশ দেওয়া হয়েছে। সংগৃহীত ফটো

নারায়ণগঞ্জের নিতাইগঞ্জে বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ভবনটি আগামী ২৪ ঘণ্টার মধ্যে ভেঙ্গে ফেলার নির্দেশ দেওয়া হয়েছে। মঙ্গলবার (২১ মার্চ) দুপুরে নগরীর ডালপট্টি এলাকায় ঘটনাস্থলের সামনে ৯টি সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের সমন্বয়ে এক বৈঠকে এ সিদ্ধান্ত হয়।

বৈঠকে বলা হয়, ভবন মালিক যদি ২৪ ঘণ্টার মধ্যে এই ঝুঁকিপূর্ণ ভবন অপসারণ না করেন তাহলে সমন্বয় কমিটি এ ভবন অপসারণ করবে। সমন্বয় বৈঠকে ভবন মালিক উপস্থিত ছিলেন না।

এদিকে ঘটনার ৪ দিন পার হলেও এখন পর্যন্ত জেলা প্রশাসকের পক্ষ থেকে কোনো তদন্ত কমিটি গঠন করা হয়নি এবং এ বিষয়ে সংশ্লিষ্ট কোনো দপ্তর থেকে মামলা দায়ের করা হয়নি।

শনিবার (১৮ মার্চ) সকাল ৯টার দিকে ডালপট্টি এলাকায় ইলিয়াছ দেওয়ানের মালিকানাধীন শতবর্ষ পুরনো দোতলা ভবনটিতে জমে থাকা গ্যাস থেকে বিস্ফোরণ হয়। বিস্ফোরণে ভবনের পেছনের অংশ ধসে পড়ে এবং আগুন ধরে যায়। ভবনের সামনে অংশ খসে পড়তে দেখা যায়। এ ঘটনায় আওলাদ নামে একজন ওইদিনই মারা যান এবং সোমবার ইকবাল নামে আরও একজন মারা যান। এ ঘটনায় আহত ৭ জন বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সিইও এবং বৈঠকের সমন্বয়কারী শহিদুল ইসলাম বলেন, ‘বিস্ফোরণের পর অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্থ ভবনটি আমরা সংশ্লিষ্ট বিভাগ নিয়ে পরিদর্শন করেছি। আমাদের যারা ভবন বিষয়ে বিশেষজ্ঞ আছেন গণপূর্ত বিভাগ এবং আমাদের প্রকৌশল বিভাগ তারা পরিদর্শন করে বলেছে, এটি অত্যন্ত ঝুঁকিপূর্ণ অবস্থায় আছে। মানুষের নিরাপত্তার জন্য এটি দ্রুত অপসারণ করা প্রয়োজন। আমরা খুবই জুরুরি ভিত্তিতে এটি অপসারণের ব্যবস্থা করব। আমরা তো এর আগে রাজউককে অনুরোধ করেছি ভবন অপসারণের জন্য। এখানে সব সংস্থার প্রতিনিধিই রয়েছে কিন্তু দায়িত্ব যেই নিক আমরা এটা ভাঙ্গবই। খুব দ্রুত ভবনটি অপসারণের ব্যবস্থা নেব।’

যাদের গাফিলতিতে এ দুর্ঘটনা তাদের বিরুদ্ধে কী পদক্ষেপ নেওয়া হবে জানতে চাইলে তিনি জানান, ‘আমরা আজ দায়-দায়িত্ব নিরুপনের বিষয়ে এখানে আসিনি। আমরা এখানে এসেছি ভবনটির বর্তমান অবস্থা এবং ভবন অসারণ কীভাবে করা যায় শুধু সে বিষয়ে দেখতে। এর বাইরে যথাযথ কর্তৃপক্ষ আছে তারা বলতে পারবে।’

বৈঠকে উপস্থিত নারায়ণগঞ্জ পাইকারী-খুচরা ব্যবসায়ি সমিতির সাধারণ সম্পাদক শঙ্কর সাহা বলেন, ‘এখানে এতবড় একটা ঘটনা ঘটল। এর আগে আরও দুবার এখানে দুর্ঘটনা ঘটেছে। মানুষ মারা গেছে এবং আহতও হয়েছে। আমরা অপেক্ষা করেছি সংশ্লিষ্ট দপ্তর এ বিষয়ে মামলা করে কি-না। কিন্তু এখন পর্যন্ত কোনো মামলা হয়নি। মালিকপক্ষের এবং যাদের গাফিলতি রয়েছে তাদের বিরুদ্ধে এ ধরণের কোনো ব্যবস্থা গ্রহণ করা হয়নি। আমাদের শ্রমিক ভাইয়েরা মারা গেছেন এবং আহত হয়েছেন। এ ব্যাপারে যদি আইনগত ব্যবস্থা না নেওয়া হয় তাহলে ব্যবসায়ীদের পক্ষ থেকে আমি নিজে উদ্যোগ নিয়ে মামলা করব।’

বৈঠকে উপস্থিত ছিলেন- অতিরিক্ত পুলিশ সুপার ‘ক’ অঞ্চল নাজমুল হাসান, জেলা প্রশাসনের সিনিয়র সহকারি কমিশনার মারুফা সুলতানা খান হিরামনি, রাজউকের সহকারি অর্থরাইজড অফিসার নৃপেন্দ্র চন্দ্র সিদ্ধার্থ, ডিপিডিসি’র উপ সহকারি প্রকৌশলী মো. রানা, তিতাস গ্যাস কর্তৃপক্ষের প্রকৌশলী ইমরান, ফায়ার সার্ভিস অ্যান্ড সিলিভ ডিফেন্স নারায়ণগঞ্জ কার্যালয়ের উপসহকারি পরিচালক ফখর উদ্দিন আহমেদ ও গণপূর্তের উপ-বিভাগীয় প্রকৌশলী মেঘনাদ নন্দী, নারায়ণগঞ্জ পাইকারী-খুচরা ব্যবসায়ি সমিতির সাধারণ সম্পাদক শঙ্কর সাহা।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা