× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

তিস্তার উজানে খাল খনন পরিকল্পনার প্রতিবাদে বাসদের মানববন্ধন

রংপুর অফিস

প্রকাশ : ২০ মার্চ ২০২৩ ১৮:০৬ পিএম

তিস্তা নদী বাঁচানোর দাবিতে সোমবার দুপুরে রংপুরের কাচারী বাজারে অনুষ্ঠিত মানববন্ধন কর্মসূচিতে বাসদের নেতাকর্মীরা। প্রবা ফটো

তিস্তা নদী বাঁচানোর দাবিতে সোমবার দুপুরে রংপুরের কাচারী বাজারে অনুষ্ঠিত মানববন্ধন কর্মসূচিতে বাসদের নেতাকর্মীরা। প্রবা ফটো

তিস্তার উজানে ভারতের খাল খনন ও জলবিদ্যুৎ কেন্দ্র নির্মাণের পরিকল্পনার প্রতিবাদে রংপুরে মানববন্ধন ও  বিক্ষোভ সমাবেশ করেছে বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ)।

সোমবার (২০ মার্চ) দুপুরে শহরের কাচারী বাজারে অনুষ্ঠিত এই কর্মসূচিতে সভাপতিত্ব করেন  জেলা বাসদের আহ্বায়ক আব্দুল কুদ্দুস। প্রধান অতিথির বক্তব্য রাখেন বাসদের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক বজলুর রশীদ ফিরোজ।

বাসদের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক কমরেড বজলুর রশীদ ফিরোজ বলেন, ‘তিস্তা ভারতের সিকিম থেকে উৎপন্ন হয়ে নীলফামারী জেলার ছাতনাই দিয়ে বাংলাদেশে প্রবেশ করেছে। ভারত ১৯৯৮ সালে বাংলাদেশের ৭০ কিলোমিটার উজানে গজলডোবায় বাঁধ দিয়ে পানি সরিয়ে নিয়ে জলবিদ্যুৎ প্রকল্প ও কৃষি সেচকাজে ব্যবহার করছে। ফলে দেশের চতুর্থ বৃহত্তম নদী তিস্তা তার পানি প্রবাহ হারিয়ে আজ মৃত প্রায়। এখন মরার উপর খাড়ার ঘায়ের মতো জলপাইগুড়ি ও কোচবিহারে আরও দুটি খাল খনন করে তিস্তার পানি সরিয়ে নেওয়ার পরিকল্পনা করছে ভারত। এর ফলে শুস্ক মৌসুমে যেটুকু পানিপ্রবাহ ছিল তাও থাকবে না। আবার বর্ষাকালে সবগুলো গেট খুলে দিয়ে আচমকা বন্যার সৃষ্টি হবে। ফলে ভাঙন ও ফসলহানিতে এ অঞ্চলের মানুষের কষ্টের সীমা থাকে না।’

সমাবেশে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক ড. তুহিন ওয়াদুদ বলেন, ‘এমনিতে শুকনো মৌসুমে তিস্তা নদীতে পানি থাকে না। পশ্চিমবঙ্গ সরকার খাল খনন করে পানি সরিয়ে নিলে বাংলাদেশে তিস্তাকে বাচানো অসম্ভব হয়ে পড়বে। তিস্তা আর্ন্তজাতিক নদী। আর্ন্তজাতিক নিয়মকানুন মেনে পশ্চিমবঙ্গের সবকিছু করা দরকার।’

সমাবেশে আরও বক্তব্য রাখেন দিনাজপুর বাসদের আহ্বায়ক কিবরিয়া হোসেন, গাইবান্ধা জেলার আহ্বায়ক গোলাম রব্বানী, কুড়িগ্রাম জেলার আহ্বায়ক ফুলবর রহমান, নীলফামারী জেলার সমন্বয়ক ইউনুস আলী, কেন্দ্রীয় কমিটির সদস্য অধ্যক্ষ ওয়াজেদ পারভেজ ও কমরেড সাইফুল ইসলাম পল্টু।


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা