× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

যাদুকাটার তীরে সম্প্রীতির মিলনমেলা, বাড়তি ভাড়ায় ভোগান্তি

সুনামগঞ্জ প্রতিবেদক

প্রকাশ : ২০ মার্চ ২০২৩ ১৭:০২ পিএম

আপডেট : ২০ মার্চ ২০২৩ ১৭:১৬ পিএম

সুনামগেঞ্জের যাদুকাটার নদীর তীরে স্নানে আসা পুণ্যার্থীরা। সংগৃহীত

সুনামগেঞ্জের যাদুকাটার নদীর তীরে স্নানে আসা পুণ্যার্থীরা। সংগৃহীত

সুনামগঞ্জের তাহিরপুরের বাদাঘাট ইউনিয়নের যাদুকাটা নদীর তীর শ্রীশ্রী অদ্বৈত জন্মধাম পণতীর্থে পুণ্যস্নান এবং হযরত শাহ আরেফিন (র.) ওরশ মোবারক উপলক্ষে সম্প্রীতির মিলনমেলায় পরিণত হয়েছে। সোমবার (২০ মার্চ) বৃষ্টি উপেক্ষা করে জনজোয়ার নামে দুই ধর্মের পুণ্যার্থীদের। রবিবার রাত ৯টা ১৪ মিনিট ১৫ সেকেন্ড থেকে ভোর ৪টা ৬ মিনিট ৫০ সেকেন্ড পর্যন্ত মধুকৃষ্ণা ত্রয়োদশী তিথিতে (মহাবারুণী) গঙ্গাস্নান অনুষ্ঠিত হয়েছে। তবে বাড়তি ভাড়ায় ভোগান্তির কথা জানিয়েছেন পুণ্যার্থীরা।

বাংলাদেশ পুলিশের অবসরপ্রাপ্ত উপপরিদর্শক নীল কমল স্ত্রী-সন্তান ও স্বজনসহ ২৮ জনকে নিয়ে গাজীপুর থেকে পুণ্যস্নানে এসেছিলেন। স্নান শেষ করে সোমবার সকালে অটোরিকশা করে ফিরছিলেন। আব্দুজ জহুর সেতুসংলগ্ন সড়কের পাশে দাঁড়িয়ে পরবর্তী গাড়ির অপেক্ষায় ছিলেন নীল কমল।

তিনি বলেন, ‘পুণ্যস্নান থেকে ফেরার পথে আমাদের বাড়তি ভাড়া গুনতে হয়েছে। যেখানে প্রশাসন নির্ধারণ করে দিয়েছে অটোরিকশা ভাড়া ১৭০ টাকা জনপ্রতি, সেখানে ২০০ টাকা করে ভাড়া গুনতে হয়েছে।’

জামালগঞ্জের সাচনা বাজার ইউনিয়ন এলাকার শুকদেবপুর গ্রামের মুজিবুর রহমান বলেন, ‘আমি আমার প্রতিবন্ধী মেয়েটাকে নিয়ে মেলায় গিয়েছিলাম। আসার পথে মোটরসাইকেল ভাড়া ৮০০ টাকা দিয়েছি। আমি গরিব মানুষ। কত অনুনয়-বিনয় করেছি। কিন্তু কাজ হয়নি, ভাড়া বেশি দিতে হয়েছে।’

লাউড়েরগড় এলাকার বাসিন্দা মোটরসাইকেলচালক উজ্জ্বল বলেন, ‘রাস্তা-ঘাটে বৃষ্টিতে কাদা লেগে আছে। খুব কষ্ট হয় গাড়ি চালাতে। এজন্য ভাড়া বেশি নিতে হয়।’

একই এলাকার বাসিন্দা মোটরসাইকেলচালক শামিম আহমেদ বলেন, ‘প্রশাসন ভাড়া নির্ধারণ করে দিয়েছেন, ঠিক আছে। কিন্তু আমাদের খরচ বেশি, বৃষ্টির কারণে কষ্টও হয়। জনপ্রতি ৩০০ থেকে ৪০০ টাকা ভাড়া নিতে হচ্ছে। এভাবেই যাত্রীদের নিকট থেকে অতিরিক্ত ভাড়া আদায় করছেন চালকেরা।’

এর আগে ১৪ মার্চ বিশ্বম্ভরপুর উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে পণতীর্থ গঙ্গাস্নান ও বারুণি মেলা এবং হযরত শাহ আরেফিনের (র.) বার্ষিক ওরস উপলক্ষে প্রস্তুতি সভা হয়। এতে জানানো হয়, সুনামগঞ্জ আব্দুজ জহুর সেতু থেকে মেলা পর্যন্ত মোটরসাইকেল ভাড়া জনপ্রতি ২৫০ টাকা। সিএনজি এবং লেগুনা ভাড়া জনপ্রতি ১৭০ টাকা করে আদায় করতে পারবে। কিন্তু সেই নিয়মকানুন না মেনে প্রশাসনের উপস্থিতিতেই অতিরিক্ত ভাড়া আদায় করছেন চালকরা।

ট্রাফিক ইন্সপেক্টর মহিবুল ইসলাম বলেন, ‘যাত্রীদের যাতে কোনো ভোগান্তিতে পড়তে না হয় সেজন্য আমরা সার্বক্ষণিক দেখভাল করছি। যাত্রীদের কাছ থেকে নির্ধারিত ভাড়ার চেয়ে অতিরিক্ত ভাড়া আদায় করলে ব্যবস্থা নেওয়া হবে। এখন পর্যন্ত অতিরিক্ত ভাড়া আদায়ের ব্যাপারে কেউ আমাদের কাছে অভিযোগ করেনি। অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।’

 

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা