× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

জন্মস্থানে রাষ্ট্রপতি জিল্লুর রহমানের মৃত্যুবার্ষিকী পালিত

ভৈরব (কিশোরগঞ্জ) প্রতিবেদক

প্রকাশ : ২০ মার্চ ২০২৩ ১৫:১৫ পিএম

আপডেট : ২০ মার্চ ২০২৩ ১৭:০৫ পিএম

ভৈরবে রাষ্ট্রপতি জিল্লুর রহমানের মৃত্যুবার্ষিকী পালিত। প্রবা ফটো

ভৈরবে রাষ্ট্রপতি জিল্লুর রহমানের মৃত্যুবার্ষিকী পালিত। প্রবা ফটো

কিশোরগঞ্জের ভৈরব উপজেলায় নানা কর্মসূচীর মধ্য দিয়ে রাষ্ট্রপতি জিল্লুর রহমানের ১০তম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে সোমবার (২০ মার্চ) দিনব্যাপী উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে চিত্রাঙ্কন প্রতিযোগিতা আয়োজন করা হয়।

এদিন সকাল ১০টায় উপজেলা পরিষদে জিল্লুর রহমানের প্রতিকৃতিত্বে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন উপজেলা প্রশাসন, উপজেলা আওয়ামী লীগ ও পৌর আওয়ামী লীগসহ এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।

এ ছাড়া উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ে সকাল থেকে কোরআন তেলোয়াত, জিল্লুর রহমানের প্রতিকৃতিত্বে পুস্পমাল্য অর্পণ, ভৈরব সরকারি কাদির বক্স পাইলট মডেল হাইস্কুলে বেলা ১১টায় এক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। 

ভৈরবপুরে বাড়ির আইভি ভবনে সকাল থেকে দিনব্যাপী কোরআনখানি, মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

আলোচনা সভায় সভাপতিত্ব করেন জিল্লুর রহমানের সাবেক একান্ত সচিব অধ্যাপক লুৎফর রহমান ফুলু। এতে প্রধান অতিথি ছিলেন, কিশোরগঞ্জ জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট জিল্লুর রহমান। আরও উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ সাদিকুর রহমান সবুজ, ভৈরব পৌরসভার মেয়র ইফতেখার হোসেন বেনু, ভৈরব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাকছুদুল আলম, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মনোয়ারা বেগম, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম সেন্টু, যুগ্ম-সাধারণ সম্পাদক এনামুল হক জাহাঙ্গীর, খলিলুর রহমান, সাবেক সাধারণ সম্পাদক আবুল মনসুর, সিনিয়র সহ-সভাপতি অধ্যাপক শামসুজ্জামান বাচ্চু, অহিদ মিয়া, রুহুল আমিন, পৌরসভা আওয়ামী লীগের সভাপতি এসএম বাকী বিল্লাহ, সাধারণ সম্পাদক আতিক আহমেদ সৌরভ প্রমুখ।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: protidinerbangladesh.pb@gmail.com

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: pbad2022@gmail.com

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: pbonlinead@gmail.com

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: pbcirculation@gmail.com

বিজ্ঞাপন মূল্য তালিকা