× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

র‍্যাবের অভিযানে হামলা-গোলাগুলি, বৃদ্ধ নিহত

নারায়ণগঞ্জ প্রতিবেদক

প্রকাশ : ১৮ মার্চ ২০২৩ ১৪:১৯ পিএম

আপডেট : ১৮ মার্চ ২০২৩ ১৬:০১ পিএম

র‍্যাব ও দুস্কৃতিকারীদের সংঘর্ষে নিহত আবুল কাশেমের মরদেহ থানায় নিয়ে আসে পুলিশ। প্রবা ফটো

র‍্যাব ও দুস্কৃতিকারীদের সংঘর্ষে নিহত আবুল কাশেমের মরদেহ থানায় নিয়ে আসে পুলিশ। প্রবা ফটো

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে আসামি ধরতে গিয়ে দুষ্কৃতিকারীদের হামলার শিকার হয়েছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)। তা ছাড়া আসামি ছিনিয়ে নিতে দুষ্কৃতিকারীরা গুলি ছুঁড়লে পাল্টা গুলি ছোঁড়ে র‍্যাব। দুই পক্ষের গোলাগুলিতে এক বৃদ্ধ নিহত হয়েছেন। আহত হয়েছেন র‍্যাবের ৪ সদস্যসহ ৫ জন।

শনিবার (১৮ মার্চ) দুপুরে নারায়ণগঞ্জের পুলিশ সুপার (এসপি) গোলাম মোস্তফা রাসেল প্রতিদিনের বাংলাদেশকে এসব তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, শুক্রবার মধ্যরাতে সোনারগাঁ উপজেলার সাদিপুর ইউনিয়নের চেয়ারম্যান পাড়া গ্রামে আসামি ধরতে অভিযান চালায় র‍্যাব-১১। আসামিকে নিয়ে ফেরার পথে তাদের ওপর হামলা করে একদল দুষ্কৃতিকারী। তারা গুলি ছুঁড়লে পাল্টা গুলি ছোঁড়ে র‍্যাব। দুই পক্ষের গোলাগুলিতে এক বৃদ্ধ নিহত হয়েছেন। আহত হয়েছেন র‍্যাবের ৪ সদস্যসহ ৫ জন।

নিহত আবুল কাশেম ওই গ্রামের মৃত কদম আলীর ছেলে। এ ছাড়া আহত র‍্যাবের ৪ সদস্যের মধ্যে দুইজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। অপর আহত মো. হুমায়ূন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। 

এসপি গোলাম মোস্তফা রাসেল বলেন, ‘আমরা যেটা জানতে পেরেছি, পরিস্থিতি নিয়ন্ত্রণে র‍্যাব পাল্টা ছুঁড়লে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। ঘটনাস্থলে গিয়ে আমরা দেখি গুলিবিদ্ধ অবস্থায় একজন পড়ে আছেন। তাকে হাসাপাতালে নেওয়া হয়। হাসপাতালে নেওয়ার পর তার মৃত্যু হয়। অপর একজন আহতকে আগেই হাসপাতালে নিয়ে যান স্থানীয়রা। তিনি বর্তমানে ঢামেকে চিকিৎসাধীন আছেন।’

তিনি বলেন, ‘নিহতের মরদেহ সোনারগাঁ থানায় রাখা আছে। ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ মর্গে পাঠানো হবে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।’

থানা পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার সকালে সোনারগাঁয়ের সাদিপুর ইউনিয়নের গজারিয়াপাড়া এলাকায় খেলার মাঠ থেকে রোজিনা নামে এক নারীর গলাকাটা মরদেহ উদ্ধার করে পুলিশ। তিনি ঢাকার মিরপুরের দক্ষিণ কোটবাড়ি এলাকার আব্দুল হামিদের মেয়ে। তার জন্মস্থান নারায়ণগঞ্জ। এ ঘটনায় আসামি ধরতে সোনারগাঁ এলাকায় অভিযান চালায় র‍্যাব।

র‍্যাব-১১ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তানভীর মাহমুদ পাশা জানান, ঘটনার সন্দেহভাজন আসামি মো. সেলিমকে ধরতে শুক্রবার রাতে অভিযান চালানো হয়। তাকে ধরে নিয়ে আসার বাধা দেয় একদল দুষ্কৃতিকারী। তারা আগ্নেয়াস্ত্রসহ র‍্যাবের ওপর হামলা করে।

তিনি বলেন, ‘দুষ্কৃতিকারীরা আমাদের লক্ষ করে গুলি ছুঁড়লে আমরা পাল্টা গুলি ছুঁড়তে বাধ্য হয়েছি। হামলায় আমাদের ৪ সদস্য আহত হয়েছেন। দুইজনের অবস্থা আশঙ্কাজনক। তবে আমরা আসামিকে নিয়ে আসতে পেরেছি।’

গুলিতে একজন নিহতের বিষয়ে জানতে চাইলে র‍্যাব কর্মকর্তা তানভীর মাহমুদ পাশা বলেন, ‘শুনেছি গুলিবিদ্ধ হয়ে একজন মারা গেছেন। তবে তিনি কাদের গুলিতে মারা গেছেন তদন্ত ছাড়া তা বলা সম্ভব নয়।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা