× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বাগেরহাটে ঘর থেকে চুরি হওয়া শিশু উদ্ধার

বাগেরহাট প্রতিবেদক

প্রকাশ : ১৮ মার্চ ২০২৩ ১১:৪৪ এএম

আপডেট : ১৮ মার্চ ২০২৩ ১৩:০২ পিএম

মায়ের কোলে ফিরেছে শিশু সাজিদ। প্রবা ফটো

মায়ের কোলে ফিরেছে শিশু সাজিদ। প্রবা ফটো

বাগেরহাটের ফকিরহাটে কৃষক দম্পতির ঘর থেকে ঘুমন্ত অবস্থায় চুরি হওয়া চার মাসের শিশু সাজিদ ফারাজীকে উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (১৭ মার্চ) গভীর রাতে খুলনা শহরের মিয়াপাড়ায় রাস্তার পাশে পড়ে থাকা একটি ব্যাগ থেকে শিশুটিকে উদ্ধার করা হয়।

বাগেরহাট জেলা পুলিশের মিডিয়া সেলের প্রধান সমন্বয়ক পুলিশ পরিদর্শক এসএম আশরাফুল আলম বিষয়টি নিশ্চিত করেন।

তিনি বলেন, ‘শিশু চুরির খবর পাওয়ার পর পুলিশ অভিযান শুরু করে। পুলিশের কঠোর তৎপরতায় অপরাধীরা শিশুটিকে ফেলে রেখে চলে যায়। আমরা শিশুটিকে উদ্ধার করে পরিবারে হস্তান্তর করেছি। চুরির সঙ্গে জড়িতদের আইনের আওতায় আনতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।’

তিনি আরও বলেন, অপরাধীরা ব্যাগের মধ্যে শিশুটিকে রেখে চলে যায়। পরে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে শিশুটিকে উদ্ধার করা হয়েছে। সন্তান ফিরে পেয়ে খুশি বাবা-মাসহ এলাকাবাসী।

শিশুটির বাবা আবু সাইদ বলেন, ‘সন্তানকে না পেয়ে মনে হচ্ছিল আমাদের বুকের মধ্যে কী যেন নেই। পরানডা এখনই বের হয়ে যাবে। আমাদের সন্তান ফিরে পেয়েছি এটাই শান্তি। সারা দিন আমাদের বুকটা শুধু খাঁ খাঁ করেছে। এখন সব কষ্ট ভুলে গেছি। চুরির সঙ্গে যারা জড়িত তাদের শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানাচ্ছি।’

শুক্রবার ভোরে উপজেলার জাড়িয়া-মাইট কুমড়া এলাকায় আবু সাঈদ ফারাজী ও সুমি খাতুন দম্পতির ঘরে এ চুরির ঘটনা ঘটে। ভোররাতে হঠাৎ ঝোড়ো বাতাস ও বৃষ্টি হওয়ায় পরিবারের লোকজনের ঘুম ভেঙে যায়। এ সময় বাইরে থাকা লাকড়ি বৃষ্টি থেকে রক্ষায় ঘরে তুলতে আবু সাঈদ ও সুমি বাইরে যান। পরে ঘরে ফিরে এসে দরজা বন্ধ না করেই শুয়ে পড়েন। সকালে ঘুম থেকে উঠে দেখেন শিশুটি পাশে নেই। এরপর বিভিন্ন জায়গায় খোঁজ করে আর তার সন্ধান মেলেনি। খবর পেয়ে পুলিশের একাধিক টিম শিশুটিকে উদ্ধারে তৎপরতা চালায়।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা