× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বাসচাপায় স্কুলছাত্রসহ দুইজন নিহত

ঝালকাঠি প্রতিবেদক

প্রকাশ : ১৬ মার্চ ২০২৩ ১৪:০২ পিএম

আপডেট : ১৬ মার্চ ২০২৩ ১৪:২৩ পিএম

শিক্ষার্থীরা স্পিড ব্রেকার নির্মাণসহ নিরাপদ সড়কের দাবি জানান। ছবি : সংগৃহীত

শিক্ষার্থীরা স্পিড ব্রেকার নির্মাণসহ নিরাপদ সড়কের দাবি জানান। ছবি : সংগৃহীত

ঝালকাঠির নলছিটিতে বাসচাপায় স্কুলছাত্রসহ দুইজন নিহত হয়েছেন। বরিশাল-পটুয়াখালী মহাসড়কের  শিমুলতলা বাজারে বৃহস্পতিবার (১৬ মার্চ) সকাল ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় ঘণ্টাব্যাপী মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন শিক্ষার্থী ও এলাকাবাসী।

নিহত স্কুলছাত্রের নাম তমাল ভট্টাচার্য। সে স্থানীয় জেড এ  ভুট্টো মাধ্যমিক বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থী ছিল। তমাল বরিশালের বাকেরগঞ্জের বাকেরকাঠি গ্রামের মিলন ভট্টাচার্যের ছেলে। অপর নিহত ভ্যানচালক মো. আকাশ ঝুরকাঠি গ্রামে বাসা ভাড়া করে থাকতেন। তার বাড়ি পটুয়াখালী জেলায়।

 নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আতাউর রহমান প্রতিদিনের বাংলাদেশকে এসব তথ্য নিশ্চিত করেছেন।

স্থানীয়দের বরাতে তিনি জানান, বরিশাল থেকে ছেড়ে আসা একটি বাস ভ্যানগাড়িটিকে চাপা দেয়। একই সময় রাস্তা পার হতে গিয়ে স্কুলছাত্রটিও বাসের নিচে চাপা পড়ে। এতে বাসের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই ভ্যানচালক ও স্কুলছাত্র মারা যায়। এ ঘটনায় নিহত স্কুলছাত্রের সহপাঠী, শিক্ষার্থী ও বিক্ষুব্ধ এলাকাবাসী মহাসড়ক অবরোধ করেন। পরে পুলিশ এসে পরিস্থিতি শান্ত করলে অবরোধ তুলে নেওয়া হয়।

পুলিশ বাসটিকে বাকেরগঞ্জ উপজেলা থেকে আটক করেছে। তবে চালক পালিয়ে গেছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে বলেও জানান ওসি।


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা