× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

অপশিক্ষা নয়, প্রকৃত শিক্ষায় জোর দেওয়ার তাগিদ প্রাণিসম্পদ মন্ত্রীর

পিরোজপুর প্রতিবেদক

প্রকাশ : ১৬ মার্চ ২০২৩ ১২:১৬ পিএম

আপডেট : ১৬ মার্চ ২০২৩ ১২:৫৫ পিএম

অনুষ্ঠানে বক্তব্য রাখছেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম। প্রবা ফটো

অনুষ্ঠানে বক্তব্য রাখছেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম। প্রবা ফটো

মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম বলেছেন, ‘যে শিক্ষা নৈতিকতা বিবর্জিত, দুর্নীতিতে আচ্ছন্ন, যে শিক্ষা আমাদের অবক্ষয়ের দিকে নিয়ে যায়, সে শিক্ষা শিক্ষা নয়, তা অপশিক্ষা।’ তাই এমন শিক্ষাকে ক্ষতিকর জানিয়ে তার প্রয়োজন নেই বলে মনে করেন তিনি।

বুধবার (১৫ মার্চ) রাতে পিরোজপুরের নাজিরপুরে বরইবুনিয়া মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের ৫০তম বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, ‘জাতি গড়ার হাতিয়ার হিসেবে শিক্ষকদের ভূমিকা অসাধারণ। একটি দেশকে এগিয়ে নিতে হলে জাতিকে উন্নত রাষ্ট্রে পরিণত করার পেছনে শিক্ষকদের কোনো বিকল্প নেই।’

তিনি আরও বলেন, ‘প্রধানমন্ত্রী শিক্ষার্থীদের মাঝে বছরের শুরুতেই বই পৌঁছে দেওয়াসহ, বিনা বেতনে পড়াশোনার সুযোগ সৃষ্টি করে দিয়েছেন। অনগ্রসর ও প্রান্তিক মেয়েদের শিক্ষাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য প্রধানমন্ত্রীর আলাদা ব্রত রয়েছে।’

বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি মো. সিদ্দিকুর রহমান ফকিরের সভাপতিত্বে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সঞ্জীব দাস, উপজেলা ভারপ্রাপ্ত চেয়ারম্যান শেখ মোস্তাফিজুর রহমান রঞ্জু, মহিলা ভাইস চেয়াম্যান শাহরিয়া ফেরদাউস রুনা, ইউপি চেয়ারম্যান জাহিদুল ইসলাম বিলু, ইউপি চেয়ারম্যান খালিদ হোসেন সজল, মাধ্যমিক শিক্ষা অফিসার মাহিদুল ইসলাম, প্রধান শিক্ষক মো. জাহাঙ্গীর আলম শেখ ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হুমায়ূন কবির।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা