× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বৈশ্বিক অর্থনৈতিক মন্দার প্রভাব পড়েছে বাংলাদশে : পানিসম্পদ প্রতিমন্ত্রী

সুনামগঞ্জ প্রতিবেদক

প্রকাশ : ১৫ মার্চ ২০২৩ ১৮:৪১ পিএম

আপডেট : ১৫ মার্চ ২০২৩ ১৯:১৪ পিএম

সুনামগঞ্জের দিরাই উপজেলার বরাম হাওরের ফসলরক্ষা বাঁধ পরিদর্শন করেন পানিসম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুকসহ অন্যরা। প্রবা ফটো

সুনামগঞ্জের দিরাই উপজেলার বরাম হাওরের ফসলরক্ষা বাঁধ পরিদর্শন করেন পানিসম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুকসহ অন্যরা। প্রবা ফটো

বিশ্বজুড়ে অর্থনৈতিক যে মন্দা চলছে, সেই প্রভাব থেকে বাংলাদেশ রেহাই পায়নি বলে জানিয়েছেন পানিসম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক।

তিনি বলেন, ’এই মন্দার মধ্যেও শেখ হাসিনার নেতৃত্বে এখনও আমাদের প্রকল্প পাস হচ্ছে। আমরা কাজ করে যাচ্ছি। দেশের উন্নয়ন চলমান রয়েছে।’ 

বুধবার (১৫ র্মাচ) দুপুরে সুনামগঞ্জের দিরাই উপজেলার বরাম হাওরের ফসলরক্ষা বাঁধ পরিদর্শনের সময় তিনি এসব কথা বলেন।

হাওর এলাকার টেকসই বাঁধ নির্মাণ ও নদী খনন নিয়ে মন্ত্রী বলেন, ’সুনামগঞ্জ একটি বিশাল হাওর এলাকা। এখানে তড়িঘড়ি করে কাজ করতে গেলে টেকসই নাও হতে পারে। তাই সময় নিয়ে আমরা কাজগুলো করছি। নদী খননের প্রকল্প আমাদের হাতে রয়েছে। এশিয়া ডেভেলপমেন্ট ব্যাংকের সহায়তায় একটি প্রকল্প হাতে রয়েছে। সে প্রকল্পের জন্য এডিবির চারশ কোটি টাকা ও দুইশ কোটি টাকা দেশের ফান্ড থেকে আনা হবে। এই প্রকল্প পরিকল্পনা মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে।’ 

তিনি বলেন, ’এটি ছাড়াও এই এলাকার ১৯টি নদীকে নিয়ে আমরা একটি সমীক্ষা চালিয়েছি। সেটা প্রায় শেষ পর্যায়ে। সেটা আগামী মাসের ১০ তারিখ পেলে পরিকল্পনা মন্ত্রণালয়ে পাঠাব, এরপর একনেকে পাস করাব।’

সুনামগঞ্জ খাদ্যশস্যের অন্যতম ভান্ডার উল্লেখ করে মন্ত্রী বলেন, ’বাংলাদেশের খাদ্যশস্য উৎপাদন এখান থেকে বেশি হয়। তাই এই এলাকায় একটি টেকসই বাঁধ দিতে চাই। সেজন্য ১৯টি নদী খনন করতে পারলেই ভবিষ্যতে প্রকল্প বাস্তবায়ন কমিটি (পিআইসি) নিয়ে আমাদের লাফালাফি করতে হবে না। নদী খননের মাটি দিয়ে কতগুলো ভিলেজ প্ল্যাটফর্ম করা হবে। সেখানে কৃষকরা ধান নিয়ে শুকাতে পারবে।’ 

সময় বাড়িয়েও বাঁধের কাজ শেষ হয়নি- এ বিষয়ে জানতে চাইলে জাহিদ ফারুক বলেন, ’আজ পর্যন্ত ৯৫ ভাগ বাঁধের কাজ শেষ হয়েছে। ডেড লাইন দিয়ে বাঁধের কাজ শেষ করা সম্ভব নয়। আমরা একটা ডেড লাইন দিয়ে রাখি, কিন্তু প্রাকৃতিক কারণে সেটা সব সময় সম্ভব হয় না, ভবিষ্যতেও সম্ভব হবে না। এটা প্রাকৃতিক বিষয়। অতীতে সব জায়গায় পানি নেমে যাওয়ার পরে পিআইসি গঠন করা হয়েছে। এবার যেখানে পানি আগে শুকিয়ে গেছে সেখানে পিআইসি আগে গঠন হয়েছে, যেখানে পরে শুকিয়েছে সেখানে পরে হয়েছে। আমরা কাজ শুরু করার জন্য আগে থেকেই তৈরি থাকি। কিন্তু এলাকা আগে কাজের উপযোগী হতে হবে, এরপর কাজ শুরু করব।’

এ সময় উপস্থতি ছিলেন সুনামগঞ্জ-সিলেট সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শামীমা আক্তার খানম, সুনামগঞ্জ জেলা প্রশাসক দিদারে আলম মোহাম্মদ মাকসুদ চৌধুরী, পানি উন্নয়ন বোর্ডের অতিরিক্ত মহাপরিচালক এসএম শহীদুল ইসলাম, সুনামগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. মামুন হাওলাদার প্রমুখ।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা