× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

চাকরির পেছনে না ছুটে খামার গড়ে স্বাবলম্বী হওয়ার পরামর্শ মন্ত্রীর

পিরোজপুর প্রতিবেদক

প্রকাশ : ১৫ মার্চ ২০২৩ ১৭:৪৩ পিএম

আপডেট : ১৫ মার্চ ২০২৩ ১৮:১৮ পিএম

বুধবার পিরোজপুরের নাজিরপুরে প্রানিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠানে কথা বলেন মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী শ ম রেজাউল করিম। প্রবা ফটো

বুধবার পিরোজপুরের নাজিরপুরে প্রানিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠানে কথা বলেন মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী শ ম রেজাউল করিম। প্রবা ফটো

চাকরির পেছনে না ছুটে শিক্ষিত বেকার-সমাজকে পশুপালন করে স্বাবলম্বী হওয়ার পরামর্শ দিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী শ ম রেজাউল করিম।

তিনি বলেছেন, শিক্ষিত বেকাররা চাকরির পেছনে ছুটে বেড়ান। চাকরির পেছনে ঘুরে সময় ব্যয় না করে পশুপালন করলে কিন্তু আর্থিক স্বচ্ছলতা আসে। একটা খামার গড়ে নিজেই স্বাবলম্বী হওয়া সম্ভব।

বুধবার (১৫ মার্চ) পিরোজপুরের নাজিরপুর উপজেলায় শেখ রাসেল মিনি স্টেডিয়ামে ‘প্রানিসম্পদ প্রদর্শনী’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ‘স্মাট লাইভস্টক স্মার্ট বাংলাদেশ’ স্লোগানে উপজেলা প্রশাসন, প্রানিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল এই অনুষ্ঠানের আয়োজন করে।

শ ম রেজাউল করিম বলেন, ‘শিক্ষিত বেকার যারা চাকরির জন্য ঘুরে বেড়ান, তারা যদি ১০টি ও ৫টি ছাগল দিয়েও একটা খামার করেন তাহলে কিন্তু অর্থ উপার্জন হয়। গরু পালন করলে দুধও পাওয়া যায়। সেটা বিক্রি করেও আয় হয়। আপনারা চাকরির পেছনে না ঘুরে, ঘরে বসে না থেকে নিজে স্বাবলম্বী হন।’

তিনি বলেন, ‘আমাদের দেশে উৎপাদিত মাছ পৃথিবীর ৫২টা দেশে রপ্তানি করা হয়। আমাদের প্রাণিসম্পদের মাংস পৃথিবীর বিভিন্ন দেশে রপ্তানি হয়। আগে কোরবানির সময় ভারত থেকে গরু আমদানি করতে হতো। এখন আমাদের উৎপাদন বেড়েছে। দেশের গরু কোরবানির হাটে ওঠে। তাও বিক্রি হয় মাত্র ১০ ভাগের ১ ভাগ।’

মুক্তিযোদ্ধা সংসদের নির্বাচনের তফসিল ঘোষণার প্রসঙ্গ টেনে মন্ত্রী বলেন, ‘মুক্তিযুদ্ধের চেতনায় মুক্তিযোদ্ধা সংসদের নেতৃত্ব প্রতিষ্ঠা করতে হবে। বঙ্গবন্ধুর আহ্বানে যারা মুক্তিযুদ্ধ করেছিলেন আমি চাই তাদের একজন মুক্তিযোদ্ধাও যেন অসম্মানিত না হন। তাদের বিপদে-আপদে সরকার পাশে থাকে।’

তিনি বলেন, ‘আমরা বীরনিবাস করে দিচ্ছি। মুক্তিযোদ্ধাদের ভাতা বৃদ্ধি করেছি। মুক্তিযোদ্ধাদের সামাজিক অন্যান্য সম্মান বৃদ্ধি করেছি। ইনশাআল্লাহ প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং আওয়ামী লীগ সরকার যতদিন থাকবে মুক্তিযোদ্ধাদের সম্মান একের পর এক বাড়বে। মুক্তিযোদ্ধাদের পরিবারেরও সুযোগ-সুবিধা বাড়বে।’

অনুষ্ঠানে নাজিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ডা. সঞ্জীব দাশের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন বিভাগীয় প্রাণিসম্পদ দপ্তরের পরিচালক ডা. মোহাম্মদ আব্দুস সবুর, পিরোজপুর জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. তরুণ কুমার সিকদার, নাজিরপুর উপজেলার ভারপ্রাপ্ত চেয়ারম্যান শেখ মোস্তাফিজুর রহমান প্রমুখ।

মন্ত্রী পরে বঙ্গোপসাগরে নিখোঁজ হওয়া ৩ জেলে পরিবারের মধ্যে ৫০ হাজার টাকা করে আর্থিক সহায়তা দেন। এ ছাড়া বিকল্প কর্মসংস্থান উপকরণ হিসেবে ছাগল, খোঁয়াড়, খাবার, প্রয়োজনীয় ওষুধসামগ্রী ও গ্রুপভিত্তিক বৈধ জাল বিতরণ করেন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা