× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

দৌলতদিয়ায় সুবিধাবঞ্চিত শিশুদের জন্য লাইব্রেরি

গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিবেদক

প্রকাশ : ১৪ মার্চ ২০২৩ ২২:০৩ পিএম

আপডেট : ১৪ মার্চ ২০২৩ ২২:১২ পিএম

সুবিধাবঞ্চিত শিশু-কিশোরদের পড়াশোনায় আগ্রহী করে তুলতে রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়ায় একটি লাইব্রেরি গড়ে তোলা হয়েছে। প্রবা ফটো

সুবিধাবঞ্চিত শিশু-কিশোরদের পড়াশোনায় আগ্রহী করে তুলতে রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়ায় একটি লাইব্রেরি গড়ে তোলা হয়েছে। প্রবা ফটো

সুবিধাবঞ্চিত শিশু-কিশোরদের পড়াশোনায় আগ্রহী করে তুলতে রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়ায় একটি লাইব্রেরি গড়ে তোলা হয়েছে। এখানে গল্প, কবিতা, উপন্যাসসহ বিভিন্ন ধরনের প্রায় দুই হাজার বই রয়েছে।

দৌলতদিয়া পূর্বপাড়ার যৌনপল্লী-সংলগ্ন বেসরকারি উন্নয়ন সংস্থা মুক্তি মহিলা সমিতির সহযোগিতায় তাদের ভবনে ‘গিভ বাংলাদেশ’ নামে একটি সংগঠন লাইব্রেরিটি স্থাপন করেছে। যেখানে সুবিধাবঞ্চিত শিশুরা বই পড়ার সুযোগ পাচ্ছে।

উপজেলার দৌলতদিয়া যৌনপল্লীতে হাজারো সুবিধাবঞ্চিত শিশুর বাস। স্বাভাবিকভাবে বেড়ে ওঠার সুযোগ এখানে নেই। বিভিন্ন সংস্থা ও এনজিওর উদ্যোগে অল্প কিছু শিশু পড়াশোনার সুযোগ পেলেও এবার তাদের জন্য স্থাপন করা হয়েছে একটি লাইব্রেরি।

সংশ্লিষ্টরা জানায়, যৌনপল্লীতে জন্ম নেওয়া শিশুরা নানা কারণে হতাশায় ভোগে। একটা সময় অনেক শিশু বিপথগামী হয়ে যায়। মেয়ে শিশুরা অনেকে মায়ের পেশায় ফিরে যায়। এই লাইব্রেরির কারণে তাদের হতাশা দূর হবে।

দৌলতদিয়া চাইল্ড ক্লাবের সহসভাপতি লাবনী আক্তার বলেন, ’বই পড়লে জ্ঞান বাড়ে। বইয়ের মাধ্যমে নতুন অনেক কিছু জানা যায়। এই লাইব্রেরি হওয়ায় সুবিধাবঞ্চিত শিশুসহ অন্যরাও উপকৃত হবে।’

মুক্তি মহিলা সমিতির প্রকল্প পরিচালক মো. আতাউর রহমান খান বলেন, ’যৌনপল্লীর শিশু ও স্থানীয় সুবিধাবঞ্চিত ৭৭৫ জন শিশু নিয়ে ‘চাইল্ড ক্লাব’ নামে একটি সংগঠন রয়েছে। এই চাইল্ড ক্লাবের জন্য ২ হাজার বই-সংবলিত লাইব্রেরিটি স্থাপন করা হয়েছে। সুবিধাবঞ্চিত শিশুরা স্কুল ছুটি শেষে লাইব্রেরিতে এসে বই পড়ে। পড়া শেষে বই ফেরত দিয়ে যায় শিশুরা।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা