× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

প্রয়াত সাংবাদিক এবিএম মূসার নামে সেতু উদ্বোধন

ফেনী প্রতিবেদক

প্রকাশ : ১৩ মার্চ ২০২৩ ২০:১৭ পিএম

আপডেট : ১৩ মার্চ ২০২৩ ২১:৪৭ পিএম

প্রয়াত সাংবাদিক এবিএম মূসার নামে ফুলগাজীতে সেতু উদ্বোধন করেন এমপি শিরীন আখতার। প্রবা ফটো

প্রয়াত সাংবাদিক এবিএম মূসার নামে ফুলগাজীতে সেতু উদ্বোধন করেন এমপি শিরীন আখতার। প্রবা ফটো

দেশবরেণ্য প্রয়াত সাংবাদিক এবিএম মূসার নামে ফেনীর ফুলগাজীতে সেতু উদ্বোধন করা হয়েছে। সোমবার (১৩ মার্চ) বিকালে ফুলগাজী উপজেলার আমজাদহাট ইউনিয়নের ইসলামীয়া বাজার-ঘাটঘর বকশী বাজার সড়কে সেতুটি উদ্বোধন করেন ফেনী-১ আসনের সংসদ সদস্য ও জাসদের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক শিরীন আখতার। হাজীর ভাগনা খালের ওপর সেতুটি নির্মাণে খরচ হয়েছে ৭ কোটি ১৮ লাখ টাকা। এর আগে ২০১৭ সালের ১৮ মে সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিলেন এমপি শিরীন আখতার।

আশির দশকে আমজাদহাট ইউনিয়নের দক্ষিণ ধর্মপুর গ্রামে নির্মিত সেতুটি সংস্কার না করায় নব্বইয়ের দশকে কাঠের পাটাতন রোদ-বৃষ্টিতে নষ্ট হয়ে যায়। সেতু না থাকায় আমজাদহাটসহ তিন ইউনিয়নের কয়েক হাজার মানুষ বন্যা ও ঝড়বৃষ্টিতে জীবনের ঝুঁকি নিয়ে প্রায় ৬০০ ফুট দীর্ঘ খালটি নৌকায় পার হতেন। বিভিন্ন সময়ে সেতুটি পুনর্নির্মাণের জন্য উদ্যোগ নিয়েছিলেন সাংবাদিক এবিএম মূসাসহ স্থানীয় পর্যায়ের অনেকে। এ কারণে প্রখ্যাত সাংবাদিক আবদুস সালামের দাদা হাজী ফানাউল্লাহর নামে পরিচিত হাজীর ভাগনা খালে সেতুটির নামকরণ হয় 'এবিএম মূসা' সেতু। ১৪০ মিটার দীর্ঘ সেতুটি নির্মাণ  করেছে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর।


ফুলগাজী উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আবুল কালাম আজমীরের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ফুলগাজী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক  হারুন মজুমদার, এলজিইডির নির্বাহী প্রকৌশলী মো. মাহমুদ আল ফারুক, ফুলগাজী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আল আমীন, জেলা জাসদের সভাপতি নুরুল আমিন, ফুলগাজী থানার ওসি মো. হাসিম, দৈনিক সমকালের সহযোগী সম্পাদক লোটন একরাম, মুন্সিরহাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরুল আমিন, সাংবাদিক এবিএম মূসার কন্যা মরিয়ম মূসা, দরবারপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নিজাম উদ্দিন মজুমদার, জেলা জাসদের সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা