× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

‘নদীর প্রাণ আছে, তাকে বাঁচতে দাও’

প্রবা প্রতিবদেক

প্রকাশ : ১০ মার্চ ২০২৩ ২১:৫৩ পিএম

আপডেট : ১০ মার্চ ২০২৩ ২২:২০ পিএম

শুক্রবার ‘নদীর প্রাণ আছে, তাকে বাঁচতে দাও’ প্রতিপাদ্যে শুরু হওয়া আলোকচিত্র প্রদর্শনীতে প্রধান অতিথির বক্তব্যে নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ। প্রবা ফটো

শুক্রবার ‘নদীর প্রাণ আছে, তাকে বাঁচতে দাও’ প্রতিপাদ্যে শুরু হওয়া আলোকচিত্র প্রদর্শনীতে প্রধান অতিথির বক্তব্যে নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ। প্রবা ফটো

সাধারণ মানুষের কাছে নদীর বিপন্নতা এবং শিশুদের কাছে নদীর রূপ ও প্রকৃতি তুলে ধরার জন‍্য ‘নদীর প্রাণ আছে, তাকে বাঁচতে দাও’ প্রতিপাদ্যে শুরু হয়েছে আলোকচিত্র প্রদর্শনী। শুক্রবার (১০ মার্চ) আলোকচিত্রী কাকলী প্রধান এবং শিশু সংগঠন ইকরিমিকরির এ আয়োজনে খুলনার রূপসা সেতুর নিচে টোলঘাটে তিন দিনব্যপী এ আলোকচিত্র প্রদর্শনী শুরু হয়। প্রদর্শনী চলবে আগামী ১২ মার্চ পর্যন্ত।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন খুলনা সিটি করপোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক, বিআইডব্লিউটিএর চেয়ারম‍্যান কমডোর আরিফ আহমেদ মোস্তফা, আলোকচিত্রী কাকলী প্রধান, অনুষ্ঠান সমন্বয়ক মাসুম মাহমুদ প্রমুখ।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ বলেন, ’নদীর প্রবাহ বন্ধ হয়ে গেলে দেশের প্রাণ থাকবে না। যারা নদী দখল করেছে তাদের তালিকা করা হয়েছে, এখন তা যাচাই-বাছাই চলছে। দখলদারদের হাতে নদী থাকবে না, উদ্ধার হবেই।’

প্রতিমন্ত্রী বলেন, ’জলবায়ু পরিবর্তনের প্রভাব পুরো দেশে পড়ছে। উত্তরাঞ্চল মরুভূমি হয়ে যাচ্ছে। পানির স্তর কমে যাচ্ছে। জলবায়ু পরিবর্তনের নেতিবাচক প্রভাব কমাতে হলে নদী বাঁচাতে হবে।’

নদীকে বাঁচাতে সবাইকে ফটোসাংবাদিক কাকলী প্রধান হওয়ার আহ্বান জানিয়ে তিনি আরও বলেন, ‘দেশে ১০ হাজার কিলোমিটার নৌপথ খননের কাজ হাতে নেওয়া হয়েছে। ইতোমধ্যে বিআইডব্লিউটিএর ড্রেজিং সক্ষমতা বৃদ্ধির জন্য ৮০টি ড্রেজার সংগৃহীত হয়েছ। নৌপথ দখল ও দূষণমুক্ত করে নাব্যতা ফিরিয়ে এনে স্মার্ট বাংলাদেশ গড়ে তোলার অঙ্গীকার নিয়ে আমরা এগিয়ে যাচ্ছি। নৌপথ ও নদী রক্ষার জন্য যারা কাজ করছেন তাদের পাশে বর্তমান সরকার রয়েছে। কাকলী প্রধান নদী নিয়ে যে আয়োজন করেছে, এটা সকল জনগণের মধ্যে ছড়িয়ে পড়ুক। তাহলেই দেশের নদী রক্ষা পাবে।’

২৪ ফেব্রুয়ারি টেকনাফে শুরু হয় ‘নদী নেবে’ আলোকচিত্র প্রদর্শনী সিরিজের প্রথম প্রদর্শনী। এই আয়োজনে সহযোগিতা করছে বাংলাদেশ অভ‍্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)। 

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা