× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

পরমাণু শক্তি গবেষণা প্রতিষ্ঠানের নির্মাণাধীন ভবনের ছাদধসে আহত ১৬

সাভার (ঢাকা) প্রতিবেদক

প্রকাশ : ১০ মার্চ ২০২৩ ২১:১৬ পিএম

আপডেট : ১০ মার্চ ২০২৩ ২১:২৯ পিএম

সাভারে বাংলাদেশ পরমাণু শক্তি গবেষণা প্রতিষ্ঠানে নির্মাণাধীন ভবনের ছাদধসে অন্তত ১৬ নির্মাণশ্রমিক আহত হয়েছেন। প্রবা ফটো

সাভারে বাংলাদেশ পরমাণু শক্তি গবেষণা প্রতিষ্ঠানে নির্মাণাধীন ভবনের ছাদধসে অন্তত ১৬ নির্মাণশ্রমিক আহত হয়েছেন। প্রবা ফটো

সাভারের আশুলিয়ায় বাংলাদেশ পরমাণু শক্তি গবেষণা কেন্দ্রের নির্মাণাধীন ক্যান্সার হাসপাতালের ছাদ ধসে অন্তত ১৬ নির্মাণশ্রমিক আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।

শুক্রবার (১০ মার্চ) বিকাল পৌনে ৫টার দিকে এ দুর্ঘটনা ঘটেছে বলে নিশ্চিত করেন প্রতিষ্ঠানটির সিকিউরিটি ইনচার্জ শফিকুল আলম।

ফায়ার সার্ভিস জানায়, বিকালে ভবনের ১২ তলার ছাদ ঢালাইয়ের কাজ চলছিল। ছাদের আংশিক ঢালাই শেষ হতে না হতেই সেটি ধসে পড়ে। এসময় ১৬ শ্রমিক আহত হলে তাদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়।

ঢাকা রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চলের (ডিইপিজেড) ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার জহিরুল ইসলাম বলেন, ‘প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ঢালাইয়ের সেন্টারিংয়ে কোনো ত্রুটি ছিল। সে কারণে ছাদটি ধসে পড়তে পারে। আমরা ১৬ জনকে উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছি। সেখানকার ফোরম্যান ও ইঞ্জিনিয়ারের কাছ থেকে যে তথ্য পেয়েছি তাতে কেউ নিখোঁজ নেই।’ 

তিনি আরও বলেন, ভবনটি মূলত ১০ তলা হলেও এর বেজমেন্টে ২টি ফ্লোর রয়েছে। সেগুলোসহ এটি ১২ তলা। সেই ১২ তলার ছাদের ঢালাই শুরু হলে আংশিক ভেঙ্গে পড়ে। সেখানেই আহত হয় নির্মাণশ্রমিকরা।’ 

পরমাণু শক্তি গবেষণা কেন্দ্রের সিকিউরিটি ইনচার্জ শফিকুল আলম রাত সাড়ে ৮টার দিকে বলেন, ‘বর্তমানে ভবনটির কাজ বন্ধ রয়েছে। এটি আসলে ক্যান্সার হাসপাতালের নির্মাণাধীন ভবন। আমি খোঁজ নিয়ে দেখেছি আহত যারা হাসপাতালে গিয়েছিলেন সবাইকেই রিলিজ দেওয়া হয়েছে । ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে। বর্তমানে ভবনটি আনসার সদস্যরা ঘিরে রেখেছেন।’ 

আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) সাদরুজ জামান বলেন, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করে আহতদের কেপিজে শেখ ফজিলাতুন্নেছা মুজিব মেমোরিয়াল হাসপাতালে পাঠানো হয়েছে। এদের মধ্যে রাশেদুল নামের এক নির্মাণ শ্রমিক গুরুতর আহত হয়েছেন।

এ বিষয়ে পরমাণু শক্তি গবেষণা প্রতিষ্ঠানের মহাপরিচালক দেবাশীষ পাল বলেন, ‘আমাদের প্রতিষ্ঠানে মেডিকেল ইনিস্টিটিউটের একটি প্রকল্পের আওতায় ওই ভবনটি নির্মাণ হচ্ছে। ছাদ ধসের বিষয়টি আমি শুনেছি। আমি ঘটনাস্থলে যাচ্ছি।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা