× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ত্বকী হত্যার বিচার একদিন হবেই : মেয়র আইভী

নারায়ণগঞ্জ প্রতিবেদক

প্রকাশ : ০৬ মার্চ ২০২৩ ২২:১৪ পিএম

আপডেট : ০৬ মার্চ ২০২৩ ২২:২৪ পিএম

নারায়ণগঞ্জ চারুকলা ইনস্টিটিউট প্রাঙ্গণে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী। প্রবা ফটো

নারায়ণগঞ্জ চারুকলা ইনস্টিটিউট প্রাঙ্গণে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী। প্রবা ফটো

নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী বলেছেন, মেধাবী কিশোর তানভীর মুহাম্মদ ত্বকী হত্যার বিচার একদিন হবেই। সোমবার (৬ মার্চ) বিকালে নারায়ণগঞ্জ চারুকলা ইনস্টিটিউট (আর্ট কলেজ) প্রাঙ্গণে চিত্রাঙ্কন প্রতিযোগিতা, শিশু সমাবেশ, আলোচনা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। ত্বকী হত্যার ১০ বছর পূর্তি উপলক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করে সন্ত্রাস নির্মূল ত্বকী মঞ্চ।

অনুষ্ঠানে মেয়র আইভী বলেন, ‘আমরা আমাদের সন্তান হত্যার বিচার চাই। সেই বিচারটা পাচ্ছি না। এখানে যারা আছেন তারা বুঝতে পারেন কী বেদনার দিনটি। আমরা দশ বছর ধরে আমাদের সন্তান হত্যার বিচার চেয়ে যাচ্ছি। আমি জানি না আর কতদিন বিচার চাইতে হবে। আমরা ঘাতককে জানি। ঘাতকের বাড়ি ও গোষ্ঠীর সবাইকে চিনি। এমন কেউ নাই এই শহরের, ছোট্ট একটি বাচ্চা, শহরের বয়স্ক মানুষ পর্যন্ত চিনে। কেন তাদের বিচার হবে না, কী কারণে হবে না!’

মেয়র আরও বলেন, ‘ত্বকীকে আমরা হারিয়েছি, কিন্তু ত্বকী আমাদের শিখিয়ে দিয়ে গেছে কীভাবে প্রতিবাদ করতে হয়। দশ বছর ত্বকী মঞ্চ একাধারে প্রতিবাদ করে যাচ্ছে। ইতিহাসের বিরল এই কর্মসূচি। তিনি বলেন, আমি হতাশাবাদী নই, হতাশ হতে চাই না। আমি আশাবাদী। ত্বকী হত্যার বিচার নারায়ণগঞ্জের মানুষ একদিন করবেই।’

মুক্তিযুদ্ধ জাদুঘরের ট্রাস্টি লেখক-গবেষক মফিদুল হক বলেন, ‘যারা ত্বকী হত্যার বিচার বাধাগ্রস্ত করতে চায় তাদের জন্য একটি বার্তা নারায়ণগঞ্জের শিশুরা দিচ্ছে। যারা ত্বকীকে দেখেনি তারা ত্বকীর ছবি আঁকছে। নারায়ণগঞ্জবাসীর হৃদয়ে ত্বকীর ছবি আঁকা হয়ে গেছে।’ 

তিনি বলেন, ‘যারা দুর্নীতি করে, লুটপাট করে, যারা হত্যা করে, তারা আওয়ামী লীগের দল হিসেবে দাবি করতে পারে না। দলের নাম করে ত্বকীর হত্যাকারীরা পার পেয়ে যেতে পারে না। মুষ্টিমেয় কিছু ব্যক্তির জন্য এ দলের ঐতিহ্য পদদলিত হচ্ছে।’ 

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ত্বকীর বাবা সাংস্কৃতিক ব্যক্তিত্ব রফিউর রাব্বি, নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সাবেক সভাপতি অ্যাডভোকেট মাহবুবুর রহমান মাসুম, কবি ও সাংবাদিক হালিম আজাদ, শ্রুতি সাংস্কৃতিক একাডেমির পরিচালক ও সুজন নারায়ণগঞ্জ জেলার সভাপতি ধীমান সাহা জুয়েল, জেলা বাসদের সমন্বয়ক নিখিল দাস, জেলা সিপিবির সভাপতি হাফিজুল ইসলাম, নারায়ণগঞ্জ সাংস্কৃতিক জোটের সভাপতি ভবানী শংকর রায়, গণসংহতি আন্দোলনের জেলা সমন্বয়ক তরিকুল সুজন প্রমুখ।

এর আগে সকালে বন্দরে সিরাজ শাহর আস্তানা কবরস্থানে ত্বকীর কবরে পুষ্পস্তবক অর্পণ, ফাতেহা পাঠ ও মিলাদ মাহফিল হয়। দুপুরে নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সামনে সুশাসনের জন্য নাগরিক (সুজন) মানবববন্ধনের আয়োজন করে। পরে বিকালে নারায়ণগঞ্জ চারুকলা ইনস্টিটিউটে চিত্রাঙ্কন প্রতিযোগিতা, শিশু সমাবেশ, আলোচনা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান হয়। আগামী ২৩ মার্চ পর্যন্ত ২১ দিনব্যাপী ত্বকী হত্যাকাণণ্ড দিবস উপলক্ষে কর্মসূচি পালন করা হবে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা