× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ট্রাফিক পুলিশকে মারধরে অভিযুক্ত নারী গ্রেপ্তার

নারায়ণগঞ্জ প্রতিবেদক

প্রকাশ : ০৬ মার্চ ২০২৩ ১৯:৪৭ পিএম

আপডেট : ০৬ মার্চ ২০২৩ ২০:৩৩ পিএম

পুলিশের ওপর হামলার ঘটনাটি সামাজিক যোগাযোগমাধ্যম টিকটকে ভাইরাল হয়েছে। সংগৃহীত

পুলিশের ওপর হামলার ঘটনাটি সামাজিক যোগাযোগমাধ্যম টিকটকে ভাইরাল হয়েছে। সংগৃহীত

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে উল্টোপথে যান চলাচলে বাধা দেওয়ায় হামলার শিকার হয়েছেন নারায়ণগঞ্জ ট্রাফিক পুলিশের কনস্টেবল মো. সুলতান আহমেদ। বিষয়টি ইতোমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যম টিকটকে ভাইরাল হয়েছে।

সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মোস্তফা প্রতিদিনের বাংলাদেশকে জানান, এ ঘটনায় হামলাকারী নিলুফা বেগম নামে এক নারীকে গ্রেপ্তার দেখিয়ে সোমবার (৬ মার্চ) দুপুরে আদালতে পাঠানো হয়েছে। পলাতক বাকি হামলাকারীদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

এদিকে দায়িত্বরত আহত পুলিশ কনস্টেবল সুলতান আহমেদ নগরীর খানপুর তিনশ শয্যাবিশিষ্ট হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। এ ঘটনায় শিমরাইল হাইওয়ে পুলিশ ক্যাম্পের সহকারী উপপরিদর্শক (এএসআই) দিলীপ কুমার বাদী হয়ে ওই নারীসহ অজ্ঞাতপরিচয় কয়েকজনের বিরুদ্ধে মামলা করেছেন।

ওসি গোলাম মোস্তফা জানান, রবিবার (৫ মার্চ) দুপুরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সিদ্ধিরগঞ্জের মাদানীনগর এলাকায় দায়িত্ব পালন করছিলেন ট্রাফিক পুলিশের কনস্টেবল সুলতান আহমেদ। এমন সময় উল্টো পথে চিটাগাংরোডমুখী একটি অটোরিকশা যাত্রী নিয়ে আসতে থাকলে তিনি তাদের থামতে বলেন। এ সময় অটোরিকশাচালক না থেমে দ্রুতগতিতে পালানোর চেষ্টা করে। ওই অটোরিকশায় থাকা যাত্রী নিলুফা নামের নারীসহ রিকশাটি উল্টে পড়ে যায়। এ সময় ওই নারীর হাতে থাকা মোবাইল ফোনটি রাস্তায় পড়ে ভেঙে যায় বলে দাবি করেন ওই নারী। 

ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, ওই নারী তার মোবাইলের জরিমানা হিসেবে কনস্টেবল সুলতানের ব্যবহৃত মোবাইল ফোন কেড়ে নেওয়ার চেষ্টা করেন। তিনি সুলতানের কলার ধরে টানাহ্যাঁচড়াও করেন। এ সময় আশপাশের কয়েকজন লোক এসে ওই নারীর সঙ্গে মিলে কনস্টেবলকে মারধর করতে থাকে। ওই নারী পুলিশ কনস্টেবলের মোবাইল ছিনিয়ে নেন। এ সময় ট্রাফিক কনস্টেবলের পরিহিত পোশাকটি ছিঁড়ে যায়। পরে স্থানীয় ব্যবসায়ীরা এসে পুলিশ কনস্টেবলকে উদ্ধার করে এবং ওই নারীকে আটক করে। এ সময় হামলাকারীরা এবং অটোরিকশা নিয়ে চালক পালিয়ে যান। পরে খবর পেয়ে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ এসে ওই নারীকে গ্রেপ্তার করে থানায় নিয়ে যায়।

এ বিষয়ে শিমরাইল ট্রাফিক পুলিশ ক্যাম্পের ইনচার্জ (টিআই) শরফুদ্দিন বলেন, ‘উল্টো দিক দিয়ে হাইওয়েতে অটো আসছিল। তখন দায়িত্বরত কনস্টেবল সুলতান রিকশাটিকে থামাতে সিগনাল দেয়। এ সময় অটোচালক রিকশা না থামিয়ে দ্রুতগতিতে ঘুরানোর সময় উল্টে পড়ে যায়। এতে ওই নারী যাত্রীর মোবাইল ভেঙে যায় বলে জানা যায়। ওই নারীসহ আশপাশের কিছু লোক ট্রাফিক কনস্টেবল সুলতানের ওপর হামলা ও মারধর করে। এ সময় ওই নারী সুলতানের মোবাইল নিয়ে চলে যাওয়ার সময় মার্কেটের লোকজন নারীকে আটক করে।’

ওসি গোলাম মোস্তাফা বলেন, ‘মহাসড়কে ট্রাফিক পুলিশের হামলা ও মারধরের ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে। জনতা ওই নারীকে প্রথমে আটক করে। পরে পুলিশ তাকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠালে আদালত কারাগারে প্রেরণ করেন।’


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা