× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

দুর্নীতি, দ্রব্যমূল্য নিয়ে বিএনপির কথা না বলাই ভালো : ইনু

কুষ্টিয়া প্রতিবেদক

প্রকাশ : ০৬ মার্চ ২০২৩ ১৬:২০ পিএম

আপডেট : ০৬ মার্চ ২০২৩ ১৬:৪৩ পিএম

সাংবাদিকদের সঙ্গে কথা বলেন জাসদ সভাপতি হাসানুল হক ইনু। প্রবা ফটো

সাংবাদিকদের সঙ্গে কথা বলেন জাসদ সভাপতি হাসানুল হক ইনু। প্রবা ফটো

জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সভাপতি হাসানুল হক ইনু বলেছেন, বিএনপি দুর্নীতি অথবা দ্রব্যমূল্য নিয়ে মাথা ঘামাচ্ছে না। কারণ দুর্নীতি, দলবাজি এবং দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি মোকাবিলা করার ক্ষমতা বিএনপির নেই। তাই তাদের এ বিষয়ে কথা না বলাই ভালো।

সোমবার (৬ মার্চ) বেলা ১১টায় কুষ্টিয়ার মিরপুর উপজেলার খাদিমপুর বালিকা মাধ্যমিক বিদ্যালয়ে দ্বিতীয় ও তৃতীয় তলা একাডেমিক ভবনের উদ্বোধনী অনুষ্ঠানে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

ইনু বলেন, ‘বিএনপি ক্ষমতায় থাকাকালে তাদের প্রত্যেকটা নেতার পিঠে ছিল দুর্নীতির ছাপ এবং হাতে রক্তের দাগ। সুতরাং তাদের মুখে দুর্নীতির বিরুদ্ধে হুংকার ছাড়ার কিছু নাই।’

জাসদের এই এমপি বলেন, ‘নিত্যপণ্যের ঊর্ধ্বগতি ও দুর্নীতি সম্পর্কে বিএনপির অভিযোগগুলোর চেয়ে তারা বেশি দাবি করছে নির্বাচনের আগে একটা অস্বাভাবিক ভূতের সরকার গঠন, জামায়াত-রাজাকার সাম্প্রদায়িক মহলকে সঙ্গে নিয়ে একটি তালেবানি সরকার। সংবিধান অদলবদল করার হুমকি। এ তিনটি অস্বাভাবিক বিপজ্জনক দাবি তারা করেছে। যেটা আলাউদ্দিনের দৈত্যের কাছে ইচ্ছাপূরণের দাবির মতোই। যেটা সম্ভব না। আলাউদ্দিনের দৈত্যের কাছে বিএনপির যে ইচ্ছাপূরণের দাবি, তাতে জনগণের কোনো সম্পর্ক নাই।’

এ সময় জাসদের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আব্দুল আলিম স্বপন ও মিরপুর উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) হারুন অর রশিদ, মিরপুর উপজেলা জাসদের সাধারণ সম্পাদক আহম্মদ আলী, বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী-অভিভাবকসহ স্থানীয় জাসদ নেতারা উপস্থিত ছিলেন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা