× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

গ্যাস খাতের উন্নয়ন সহযোগী হতে চায় ব্রুনাই

সিলেট অফিস

প্রকাশ : ০৪ মার্চ ২০২৩ ১৯:০৬ পিএম

আপডেট : ০৪ মার্চ ২০২৩ ১৯:৩২ পিএম

শনিবার সিলেট চেম্বার আয়োজিত অনুষ্ঠানে কথা বলেন ব্রুনাইয়ের রাষ্ট্রদূত হাজী হারিস বিন ওসমান। প্রবা ফটো

শনিবার সিলেট চেম্বার আয়োজিত অনুষ্ঠানে কথা বলেন ব্রুনাইয়ের রাষ্ট্রদূত হাজী হারিস বিন ওসমান। প্রবা ফটো

দেশের গ্যাস খাতের উন্নয়নে সহযোগিতার আশ্বাস দিয়েছেন ঢাকায় নিযুক্ত ব্রুনাইয়ের রাষ্ট্রদূত হাজী হারিস বিন ওসমান।

তিনি বলেছেন, অন্যান্য দেশের পাশাপাশি ব্রুনাই থেকেও বাংলাদেশের ব্যবসায়ীরা এলপিজি আমদানি করতে চাইলে সহযোগিতা করা হবে। বাংলাদেশের গ্যাস খাতে যদি কোনো সমস্যা থাকে, সেটি নিরসনে প্রযুক্তিগত সহযোগিতার প্রয়োজন হলে ব্রুনাইকে পাশে পাবে ঢাকা।

শনিবার (৪ মার্চ) সিলেট চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির নেতা ও এ অঞ্চলের ব্যবসায়ীদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। সভায় ব্রুনাই ছাড়াও কসোভোর রাষ্ট্রদূত গোনার উরেয়া উপস্থিত ছিলেন। তারা দুজনেই বাংলাদেশের সঙ্গে বানিজ্য সম্পর্ক বাড়ানোর আগ্রহ প্রকাশ করেন।

কসোভোর রাষ্ট্রদূত গোনার উরেয়া বলেন, ‘দুই বছর আগেও কসোভোর সঙ্গে বাংলাদেশের কোনো বাণিজ্যিক সম্পর্ক ছিল না। সম্পর্ক শুরুর পর ২ বছরে দুদেশের মধ্যে ২১ দশমিক ২৩ মিলিয়ন ডলারের বাণিজ্য হয়েছে।’

সিলেট চেম্বারের সিনিয়র সহসভাপতি ফালাহ উদ্দিন আলী আহমদ বলেন, ‘বর্তমান সরকারের দূরদর্শী সিদ্ধান্তে সিলেটে বিশেষ অর্থনৈতিক অঞ্চল ও বঙ্গবন্ধু হাইটেক পার্ক স্থাপিত হয়েছে। সারা দেশে ১০০টি অর্থনৈতিক অঞ্চল স্থাপনের কাজ চলছে।’ 

তিনি বাংলাদেশের সম্ভাবনাময় খাতে বিনিয়োগের জন্য ব্রুনাই ও কসোভোর বিনিয়োগকারীদের আহ্বান জানান।

সভায় সিলেটের ব্যবসা-বাণিজ্য ও বিনিয়োগ বিষয়ে সচিত্র প্রতিবেদন উপস্থাপন করেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ব্যবসা প্রশাসন বিভাগের অধ্যাপক ফজলে এলাহী মো. ফয়সল। 

এর আগে শনিবার সকালে নগর ভবনে সিলেট সিটি করপোরেশনের (সিসিক) মেয়র আরিফুল হক চৌধুরীর সঙ্গে দুই দেশের রাষ্ট্রদূত সৌজন্য সাক্ষাৎ করেন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা