× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

নতুন প্রজন্মের ডিজিটাল দক্ষতা বাড়াতে হবে : মোস্তাফা জব্বার

নেত্রকোণা সংবাদাতা

প্রকাশ : ০২ সেপ্টেম্বর ২০২২ ১৫:২১ পিএম

আপডেট : ০২ সেপ্টেম্বর ২০২২ ১৬:০০ পিএম

ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার আকস্মিক বন্যায় ক্ষতিগ্রস্তদের মধ্যে জরুরি খাদ্যসামগ্রী বিতরণ করছেন।

ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার আকস্মিক বন্যায় ক্ষতিগ্রস্তদের মধ্যে জরুরি খাদ্যসামগ্রী বিতরণ করছেন।

ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার বলেছেন, নতুন প্রজন্মের ডিজিটাল দক্ষতা বাড়াতে হবে। তাদেরকে দক্ষতা বাড়াতে না পারলে উন্নত বাংলাদেশ বিনির্মাণ ত্বরান্বিত করা সম্ভব হবে না।

তিনি বলেন,  এক সময় টেলিযোগাযোগ ও ইন্টারনেট সংযোগ পর্যাপ্ত ছিল না। বর্তমান সরকার সে বিষয়টি সমাধান করেছে। সরকারের নানামুখী উদ্যোগের ফলে ২০২৩ সালের মধ্যে দেশের সকল স্থানে উচ্চগতির ব্রডব্যান্ড ইন্টারনেট সংযোগ থাকবে বলেও উল্লেখ করেন তিনি।

মন্ত্রী বৃহস্পতিবার নেত্রকোণা পাবলিক হলে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি নেত্রকোণা জেলা ইউনিট আয়োজিত আকস্মিক বন্যা ২০২২-এর ক্ষতিগ্রস্তদের মধ্যে জরুরি খাদ্যসামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন।

হাওরে বন্যাকবলিতদের জন্য গৃহীত বিভিন্ন কর্মসূচির কথা তুলে ধরে মন্ত্রী বলেন, হাওরের সাম্প্রতিক বন্যাকবলিতদের সরকারের পক্ষ থেকে মদন, মোহনগঞ্জ, খালিয়াজুরী ও সুনামগঞ্জের শাল্লায় খাদ্য সহায়তা হিসেবে টিন ও নগদ টাকা বিতরণ করা হয়েছে।

ডিজিটাল প্রযুক্তি বিকাশের অগ্রদূত মোস্তাফা জব্বার বলেন, ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণের ধারাবাহিকতায় এ দেশের জীবনযাত্রা পাল্টে গেছে। যে গ্রামে শিক্ষার্থীরা একদিন হাইস্কুল পড়তে পারেনি, সে গ্রাম থেকে আজ শত শত শিক্ষার্থী স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করছে।

তিনি বলেন, হাওরে এখন আউটসোর্সিং ইন্ডাস্ট্রি প্রতিষ্ঠা লাভ করেছে। নেত্রকোণার পাশে ধর্মপাশা উপজেলার আহমেদপুর গ্রাম থেকে এখন ৬০ জন প্রোগ্রামার সফটওয়্যার তৈরির কাজ করছে।

মন্ত্রী অনুষ্ঠানে ৬শ পরিবারের মধ্যে প্রাথমিকভাবে ত্রাণসামগ্রী বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন। 

অনুষ্ঠানে রেড ক্রিসেন্ট জেলা ভাইস প্রেসিডেন্ট বীর মুক্তিযোদ্ধা ওসমান গণি তালুকদার, অতিরিক্ত জেলা প্রশাসক মো. মনির হোসেন, অতিরিক্ত জেলা পুলিশ সুপার ফকরুজ্জামান প্রমুখ বক্তৃতা করেন।

এর আগে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী ঢাকা থেকে নেত্রকোণা আসার পথে ময়মনসিংহ টেলিফোন এক্সচেঞ্জ পরিদর্শন করেন। 

এ সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, ‘বেসরকারি আইএসপি’র চাইতেও কমমূল্যে আমরা ইন্টারনেট সেবা দেওয়ার চেষ্টা করছি, যেন গ্রাহকরা সহজেই বিটিসিএল’র জিপন সার্ভিস সুবিধা গ্রহণ করতে পারেন।’ যে কারও সঙ্গে প্রতিযোগিতা করে সবচেয়ে সাশ্রয়ী মূল্যে সংযোগ-সেবা দেওয়ার সক্ষমতা আমাদের আছে বলেও উল্লেখ করেন তিনি।

প্রবা/জিজি/এমজে

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা