× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

তুমব্রু সীমান্ত থেকে রোহিঙ্গাদের স্থানান্তর সম্পন্ন

কক্সবাজার প্রতিবেদক

প্রকাশ : ২৭ ফেব্রুয়ারি ২০২৩ ১৩:৫৬ পিএম

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার তুমব্রু সীমান্ত। ফাইল ফটো

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার তুমব্রু সীমান্ত। ফাইল ফটো

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার তুমব্রু সীমান্তের কাছাকাছি এলাকায় আশ্রয়রত সকল রোহিঙ্গাকে সরিয়ে নেওয়া হয়েছে। 

রবিবার (২৭ ফেব্রুয়ারি) সন্ধ্যা পর্যন্ত সর্বশেষ ৬৭টি পরিবারের ২৪২ জনকে সরিয়ে নেওয়ার পর সেখানে আর কোনো রোহিঙ্গা নেই বলে নিশ্চিত করেছেন কক্সবাজাস্থ শরণার্থী, ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার (আরআরআরসি) মোহাম্মদ মিজানুর রহমান। 

তিনি জানিয়েছেন, সর্বশেষ ২৪২ রোহিঙ্গাকে সরিয়ে নেওয়ার পর অস্থায়ীভাবে অবস্থান নেওয়া সকল রোহিঙ্গাকে সরিয়ে নেওয়ার কাজটি শেষ হয়েছে। একইসঙ্গে তুমব্রু এলাকায় রোহিঙ্গাদের অস্থায়ী বসতিগুলোও অপসারণ করা হয়েছে।

তিনি আরও জানান, গত ৫ ফেব্রুয়ারি থেকে তুমব্রুতে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের সরিয়ে নেওয়ার কাজটি শুরু হয়। মোট ৭ দফায় সেখান থেকে ৫৩০টি পরিবারের ২ হাজার ৫২৭ জন রোহিঙ্গাকে সরিয়ে নেওয়া হয়েছে। এদের উখিয়া ও টেকনাফের বিভিন্ন ক্যাম্পে স্থানান্তর করা হয়েছে।

গত ১৮ জানুয়ারি মিয়ানমারের দুই স্বশস্ত্র বিদ্রোহী গোষ্ঠীর সংঘাতের কারণে সীমান্তের শূন্যরেখা থেকে এসব রোহিঙ্গা তুমব্রু স্কুল সংলগ্ন এলাকায় অবস্থান নিয়েছিলেন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা