× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

উন্নত অবকাঠামো খাতের সুযোগ নেওয়ার আহ্বান চসিক মেয়রের

চট্টগ্রাম অফিস

প্রকাশ : ২৩ ফেব্রুয়ারি ২০২৩ ২২:১৭ পিএম

বুধবার জিপিএইচ ইস্পাতের উৎপাদন ব্যবস্থা পরিদর্শনকালে মেয়র মো. রেজাউল করিম চৌধুরী। প্রবা ফটো

বুধবার জিপিএইচ ইস্পাতের উৎপাদন ব্যবস্থা পরিদর্শনকালে মেয়র মো. রেজাউল করিম চৌধুরী। প্রবা ফটো

চট্টগ্রামের উন্নত অবকাঠামো কাজে লাগিয়ে শিল্পায়নের গতি বাড়ানোর আহবান জানিয়েছেন চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) মেয়র বীর মুক্তিযোদ্ধা মো. রেজাউল করিম চৌধুরী। বুধবার (২২ ফেব্রুয়ারি) জিপিএইচ ইস্পাতের উৎপাদন ব্যবস্থা পরিদর্শনকালে মেয়র এ আহ্বান জানান।

তিনি বলেন, ‘আমি মেয়র হিসেবে দায়িত্ব নেওয়ার পর প্রধানমন্ত্রী শেখ হাসিনা চট্টগ্রামের অবকাঠামো উন্নয়নে আড়াই হাজার কোটি টাকার প্রকল্প বরাদ্দ দিয়েছেন। এ প্রকল্পের মাধ্যমে চট্টগ্রামের যোগাযোগ ব্যবস্থা বদলে যাবে।’

মেয়র বলেন, ‘শিল্পায়নের ক্ষেত্রে উন্নত যোগাযোগ ব্যবস্থা অতি জরুরি। চট্টগ্রামের আধুনিক যোগাযোগ ব্যবস্থা শিল্পায়নের জন্য অত্যন্ত সহায়ক। প্রধানমন্ত্রী আমাদের রাস্তা করে দিয়েছেন, টানেল করে দিয়েছেন, বন্দরের আধুনিকায়ন করেছেন। এখন শিল্প মালিকদের কাজ হলো আধুনিক সব শিল্প-কারখানা স্থাপন করে মুনাফা অর্জনের পাশাপাশি কর্মসংস্থান ও দেশের অর্থনৈতিক উন্নয়ন তরান্বিত করা।’

মেয়রের সঙ্গে মতবিনিয়কালে জিপিএইচ ইস্পাতের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মো. আলমাস শিমুল বলেন, ‘একসময় বাংলাদেশ বিদেশ থেকে রড আমদানি করত। কিন্তু বর্তমানে আমরা দেশের চাহিদা পূর্ণ করে বিদেশে রপ্তানি করছি। প্রধানমন্ত্রী যে স্মার্ট বাংলাদেশ গড়ার পরিকল্পনা নিয়েছেন তা বান্তবায়নে জিপিএইচ ইস্পাত অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহার করে রড উৎপাদন করছে। দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ অবকাঠামো নির্মাণে আমাদের উৎপাদিত উন্নতমানের রড ব্যবহার হচ্ছে, যার ফলে একদিকে বিপুল পরিমাণ বিদেশি মুদ্রার সাশ্রয় হচ্ছে। অপরদিকে দেশের শিল্পখাত এগিয়ে যাচ্ছে।’

তিনি আরও বলেন, ‘বিশ্বের অত্যাধুনিক কোয়ান্টাম ইলেক্ট্রিক আর্ক ফার্নেস ও উইনলিংক প্রযুক্তি ব্যবহার করে জিপিএইচ বিশ্বমানের বিলেট প্রস্তুত করে বিশ্বের উন্নত দেশ চীনে রপ্তানি করছি। সম্প্রতি আমরা বাজারে ৬০০ গ্রেডের রিবার এনেছি যা ভূমিকম্প সহনশীল, সাশ্রয়ী, টেকসই এবং বুয়েট পরীক্ষিত। পাহাড়ী ছড়ার পতিত পানি যা সাগরে চলে যায় তা সংরক্ষণপূর্বক পুনরায় ব্যবহারের মাধ্যমে ভূগর্ভস্থ পানির উপর চাপ কমিয়ে জিরো ডিসচার্জ এর মাধ্যমে পরিবেশ বান্ধব শিল্প কারখানা পরিচালনা করছি।’

পরির্দশনকালে চসিক প্যানেল মেয়র গিয়াস উদ্দিন, কাউন্সিলর গোলাম মো. জোবায়ের, আতাউল্লা চৌধুরী, নুরুল আমিন, আবদুস সালাম মাসুম, পুলক খাস্তগীর, মেয়রের একান্ত সচিব মুহাম্মদ আবুল হাশেম, প্রধান হিসাব কর্মকর্তা হুমায়ুন কবির চৌধুরী, তত্ত্ববধায়ক প্রকৌশলী মুনিরুল হুদা, জিপিএইচ ইস্পাতের প্রধান কর্পোরেট রিলেশন্স অফিসার শোভন মাহবুব শাহাবুদ্দিন রাজ, মিডিয়া এডভাইজার অভীক ওসমান, প্রসেস এডভাইজার আমিরুল ইসলাম, চিফ রিসার্চ অফিসার ড. এস এম সুমন প্রমুখ উপস্থিত ছিলন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা