× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

স্বর্ণ কম আনা নিয়ে সংঘর্ষ, নববধূ না নিয়েই ফিরল বরপক্ষ

শ্রীপুর (গাজীপুর) প্রতিবেদক

প্রকাশ : ১৭ ফেব্রুয়ারি ২০২৩ ২৩:৪৯ পিএম

কনেকে স্বর্ণালংকার কম দেওয়া নিয়ে তর্কবিতর্কের জেরে সংঘর্ষে ভাঙচুর করা হয় চেয়ার-টেবিল। প্রবা ফটো

কনেকে স্বর্ণালংকার কম দেওয়া নিয়ে তর্কবিতর্কের জেরে সংঘর্ষে ভাঙচুর করা হয় চেয়ার-টেবিল। প্রবা ফটো

গাজীপুরের শ্রীপুরে বিয়ের কনেকে স্বর্ণালংকার কম দেওয়া নিয়ে তর্কবিতর্কের জেরে সংঘর্ষ হয়েছে। এতে উভয় পক্ষের অন্তত ৬ জন আহত হয়েছেন। ঘটনার পর নববধূকে না নিয়েই বাড়ি ফিরেছে বরপক্ষ। কনে পক্ষের লোকজনদের বিরুদ্ধে লুটপাটের অভিযোগ করেছে বরপক্ষ।

শুক্রবার (১৭ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার গোসিঙ্গা ইউনিয়নের খিলপাড়া গ্রামের তোতা মিয়ার বাড়িতে এ ঘটনা ঘটে।

আহতরা হলেন- আলামিন হোসেন, শাহনাজ আক্তার, রফিকুল ইসলাম, আরিফ হোসেন। অন্য দুইজনের নাম জানা যায়নি।

বরের বাবা সাঈদ ফকির বলেন, দুই দিন আগে আমার ছেলের সঙ্গে গোসিঙ্গা ইউনিয়নের খিলপাড়া গ্রামের তোতা মিয়ার মেয়ের বিয়ে হয়। শুক্রবার আত্নীয়-স্বজনসহ ছেলেকে নিয়ে বউ আনতে গিয়েছিলাম। ৫০ হাজার টাকার স্বর্ণ না নেওয়ায় কনে পক্ষ বউ দিতে অস্বীকৃতি জানায়। এ নিয়ে তর্কাতর্কির এক পর্যায়ে উভয় পক্ষের মধ্যে হাতাহাতি শুরু হয়। বরের সঙ্গে যাওয়া নারীদের ওপরও হামলা করে এবং কানের দুল, নাক ফুল, গলার চেইনসহ মূল্যবান জিনিস ছিনিয়ে নেয়। মেহমানদের পিটিয়ে আহত করে।

তিনি বলেন, আমরা কনে রেখেই চলে এসেছি। শ্রীপুর এসে বিভিন্ন ফার্মেসি থেকে চিকিৎসা নিয়ে বাড়ি ফিরছি।

কনের বাবা তোতা মিয়া বলেন, গত মঙ্গলবার আমার মেয়ের বিয়ে দিয়েছি। আজ তুলে নেওয়ার কথা ছিল। বর পক্ষ থেকে ৬০ জন মেহমান আসার কথা থাকলে তারা আসে ১২০ জন। কনের জন্য ৫০ হাজার টাকার স্বর্ণ নিয়ে আসার কথা থাকলেও তারা ছোট একটি চেইন আনে। এ নিয়ে উভয় পরিবারের সদস্যদের মধ্যে তর্কাতর্কি হয়। এক পর্যায়ে মারামারির শুরু হলে ৬ জন আহত হয়। বরের সঙ্গে আসা মেহমানরা ঘরের আসবাবসহ ডেকোরেশনের চেয়ার-টেবিল ভাঙচুর করেছে।

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মনিরুজ্জামান বলেন, উভয় পক্ষ থানায় উপস্থিত হয়ে পৃথক অভিযোগ দিয়েছে। আমরা বিষয়টি তদন্ত করে প্রকৃত ঘটনা উদঘাটন করে পরবর্তী ব্যবস্থা নেব।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা