× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

নতুন দুটি পাঠ্যবই পড়ানো আপাতত বন্ধ থাকবে : শিক্ষামন্ত্রী

চাঁদপুর প্রতিবেদক

প্রকাশ : ১০ ফেব্রুয়ারি ২০২৩ ১৭:১৬ পিএম

আপডেট : ১০ ফেব্রুয়ারি ২০২৩ ১৯:০২ পিএম

শুক্রবার চাঁদপুরের হাইমচরের একটি মাদ্রাসায় উঠান বৈঠকে বক্তব্য দেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।  প্রবা ফটো

শুক্রবার চাঁদপুরের হাইমচরের একটি মাদ্রাসায় উঠান বৈঠকে বক্তব্য দেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। প্রবা ফটো

ষষ্ঠ ও সপ্তম শ্রেণির নতুন দুটি পাঠ্যবই পড়ানো আপাতত বন্ধ থাকবে। আগামী বছর বই দুটি সংশোধন করে দেওয়া হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। শুক্রবার (১০ ফেব্রুয়ারি) দুপুরে চাঁদপুরের হাইমচর উপজেলার নীলকমল ইউনিয়নের ইশানবালা কাশেম উলমুল মাদ্রাসার মাঠে এক বৈঠকে তিনি এ কথা বলেন।

মন্ত্রী বলেন, ‘কেউ কেউ বলছেন, বইতে এটি না থাকলে ভালো হতো। আবার কোনোটি বেশি লেখা হয়েছে। আমরা বলছি, আগামী বছর ষষ্ঠ ও সপ্তম শ্রেণির বই দুটি সংশোধন করা হবে। এ দুই শ্রেণির যেসব বিষয় নিয়ে কথা হচ্ছে, সেগুলোর পাঠদান বন্ধ থাকবে। এসব বইতে ইসলামবিরোধী কিছুই নেই। তারপরও আমরা মানুষের কথা শুনি। যদি কেউ মনে কষ্ট পায় সেটাকেও গুরুত্ব দিই এবং সম্মান করি।’

দীপু মনি বলেন, ‘ধর্ম একটি পবিত্র জিনিস। এটি নিয়ে কি কোনো মিথ্যা কথা চলে? যারা মিথ্যাচার করে, অপপ্রচার করে, তাদের কথা সঠিক না। বইয়ের মধ্যে কী আছে নিজেরা পড়ে দেখবেন। অন্যরা কী বলে সেটা বিশ্বাস করবেন না।’

ইসলামের বিষয় নিয়ে যারা মিথ্যাচার করছেএটি ঠিক কি-না প্রশ্ন রেখে তিনি আরও বলেন, ‘কখনও এটাকে প্রশ্রয় দেবেন না। মনে রাখবেন, যারা নৌকার কাজ করে, যারা শেখ হাসিনার কর্মী, তাদের হাতে কোনোদিন ইসলামবিরোধী কাজ হতে পারে না।’

মন্ত্রী নীলকমল ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড থেকে ৬ নম্বর ওয়ার্ড পর্যন্ত স্থানীয় নারী-পুরুষ ও অসহায় মানুষের বিভিন্ন সমস্যার কথা শোনেন এবং তাদের খোঁজ-খবর নেন। এরপর ইউনিয়নের ইশানবালা এম জে এস স্কুল মাঠে এক উঠান বৈঠক এবং চেয়ারম্যান বাজারে জনসভায় বক্তব্য দেন।

শনিবার সকাল ১০টায় জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে প্রধান অতিথি হিসেবে সাহিত্য মেলার উদ্বোধন করার কথা রয়েছে দিপু মনির।

চাঁদপুর পৌর মেয়র জিল্লুর রহমান জুয়েল, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মজিবুর রহমান ভুঁইয়া, হাইমচর উপজেলা পরিষদ চেয়ারম্যান নুর হোসেন পাটওয়ারী, ভাইস চেয়ারম্যান জাহাঙ্গীর হোসেন বেপারী, উপজেলা আওয়ামী লীগের সভাপতি হুমায়ুন কবির, চাঁদপুর প্রেস ক্লাবের সভাপতি এ এইচ এম আহসান উল্লাহ, জেলা পরিষদ সদস্য খুরশিদ আলম শিকদার, নীলকমল ইউনিয়ন চেয়ারম্যান সাউদ আল নাছেরসহ স্থানীয় আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা এ সময় উপস্থিত ছিলেন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা