× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

‘পরিবহনে লাভজনক প্রতিষ্ঠান বাংলাদেশ শিপিং করপোরেশন’

চট্টগ্রাম অফিস

প্রকাশ : ০৫ ফেব্রুয়ারি ২০২৩ ২১:৪৯ পিএম

আপডেট : ০৫ ফেব্রুয়ারি ২০২৩ ২২:৫০ পিএম

বিএসসির ৫১তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত। প্রবা ফটো

বিএসসির ৫১তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত। প্রবা ফটো

দেশের পরিবহন খাতে বাংলাদেশ শিপিং করপোরেশনে (বিএসসি) লাভজনক প্রতিষ্ঠানে পরিণত হয়েছে বলে জানিয়েছেন প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক কমডোর মো. জিয়াউল হক।

তিনি বলেন, ‘২০২১-২২ অর্থবছরে বিএসসি ২২৫ কোটি টাকা লাভ করেছে বিএসসি। পরিবহন খাতে একটি লাভজনক প্রতিষ্ঠানে পরিণত হয়েছে এটি। বঙ্গবন্ধুর আদর্শ ও দেশপ্রেমে উজ্জীবিত হয়ে উন্নয়নের ধারা অব্যাহত রেখে সমুদ্র্র পরিবহনে জনগণ ও সরকারের অংশীদারিত্ব নিশ্চিতে বিএসসি কাজ করে যাচ্ছে।’

রবিবার (৫ ফেব্রুয়ারি) বিএসসির ৫১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে চট্টগ্রামের প্রধান কার্যালয়ে আয়োজিত আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটা হয়। আয়োজনের তত্বাবধানে ছিলেন বিএসসির উপসচিব ও মহাব্যবস্থাপক (প্রশাসন) মো. আশরাফুল আমিন।

বিএসসির ব্যবস্থাপনা পরিচালক জিয়াউল হক বলেন, ‘আগামীতে আরও নতুন নতুন জাহাজ বিএসসির বহরে যুক্ত হওয়ার কথা রয়েছে। বহরে এসব জাহাজ যুক্ত হলে বিএসসি আরও বেশি সম্প্রসারিত হবে। এতে বেশি মুনাফা অর্জনের পাশাপাশি কর্মস্থান সৃষ্টিসহ দেশের অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।’

স্বদেশ প্রত্যাবর্তনের মাত্র ২৫ দিনের মধ্যে ১৯৭২ সালের ৫ ফেব্রুয়ারি বাংলাদেশ শিপিং করপোরেশন (বিএসসি) প্রতিষ্ঠা করেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। যাত্রার শুরুতে প্রতিষ্ঠানটির বহরে কোনো জাহাজ ছিল না। বঙ্গবন্ধুর প্রচেষ্টা এবং ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর সহায়তায় প্রথম জাহাজ হিসেবে যুক্ত হয় কার্গো জাহাজ ‘বাংলার দূত’। ১৯৯১ সালে যুক্ত হয় ‘বাংলার শিখা’। এরপর দীর্ঘ ২৭ বছরে আর কোনো জাহাজ যুক্ত হয়নি। ২৭ বছর পর ছয়টি নতুন জাহাজ (প্রতিটি প্রায় ৩৯ হাজার ডিডব্লিউটি সম্পন্ন তিনটি নতুন অয়েল-ক্যামিকেল ট্যাংকার এবং তিনটি নতুন বাল্ক ক্যারিয়ার) বিএসসির বহরে যুক্ত করেন প্রধানন্ত্রী শেখ হাসিনা। বর্তমানে বিএসসির বহরে আটটি জাহাজ রয়েছে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা