× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বন অফিসে বাঘ, আতঙ্কে কর্মীরা

বাগেরহাট প্রতিবেদক

প্রকাশ : ০৪ ফেব্রুয়ারি ২০২৩ ১৮:১৯ পিএম

আপডেট : ০৪ ফেব্রুয়ারি ২০২৩ ১৯:২৫ পিএম

সুন্দরবনের শরণখোলা রেঞ্জে চান্দেশ্বর টহল ফাঁড়ি কাছে দুই বাঘ। প্রবা ফটো

সুন্দরবনের শরণখোলা রেঞ্জে চান্দেশ্বর টহল ফাঁড়ি কাছে দুই বাঘ। প্রবা ফটো

বাঘের সামনে পড়লে কার না পিলে চমকায়। সেই বাঘ যদি অফিস প্রাঙ্গণে ঢুকে পড়ে! অফিসের চারপাশ দিয়ে ঘুরে বেড়ায়! এমন অবস্থায় পড়েছে সুন্দরবনের চান্দেশ্বর ফরেস্ট অফিস। ২৪ ঘণ্টা ধরে সেখানে ঘুরে বেড়াচ্ছে তিন তিনটি বাঘ। এতে আতঙ্কে পড়েছেন চান্দেশ্বর অফিসের পাঁচ বনরক্ষী। চান্দেশ্বর টহল ফাঁড়ির ইনচার্জ ফারুক আহম্মেদ এই খবর দিয়েছেন।

ইনচার্জ ফারুক বলেন, শুক্রবার (৩ ফেব্রুয়ারি) বেলা ২টার দিকে তিনটি বাঘ তাদের অফিস প্রাঙ্গণে ঢুকে পড়ে। শনিবার দুপুরে আবার তারা বাঘগুলোকে ঘুরতে দেখেন। এখনও বাঘগুলো অফিসের দক্ষিণ পাশে নদী তীরে অবস্থান করছে। বনকর্মীরাও সতর্ক থেকে বাঘের গতিবিধি পর্যবেক্ষণ করছেন। 

চান্দেশ্বর পড়েছে সুন্দরবনের পূর্ব বিভাগের শরণখোলা রেঞ্জে। রেঞ্জ কর্মকর্তা মো. সামসুল আরেফীন জানান, এখন বাঘের প্রজননকাল। তাই সঙ্গীসহ বাঘগুলো নিজস্ব প্রকৃতিতে চলাচল করছে। তাদের কোনো ক্ষতি না করতে বনরক্ষীদের নির্দেশনা দেওয়া হয়েছে।

সুন্দরবনের চান্দেশ্বর ফরেস্ট অফিসের কাছে এক জোড়া বাঘ। প্রবা ফটো 

গত ১২ জানুয়ারি শরণখোলা রেঞ্জে লোকালয়ে বাঘের পায়ের ছাপ দেখতে পান এলাকাবাসী। পায়ের ছাপগুলো ভিন্ন আকৃতির বলে সে সময় বনকর্মীরা জানান। তাদের ধারণা একাধিক বাঘ এসেছিল। বাঘগুলো আবার বনে চলে যায় বলেও বনকর্মীরা জানান। গত ৩০ জানুয়ারি পূর্ব বন বিভাগে পশ্চিম আমুরবুনিয়া গ্রামে একটি বাঘ এক জেলেকে আক্রমণ করে। তার দুই দিন পর একই গ্রামের বাসিন্দারা কয়েকবার বাঘের গর্জন শুনতে পান। এসব খবর প্রতিদিনের বাংলাদেশে প্রকাশিত হয়।

পৃথিবীর বিপন্ন প্রজাতির মধ্যে অন্তত ৩১টি টিকে আছে সুন্দরবনে। তাদের মধ্যে ১২ প্রজাতির প্রাণী বেশি দেখা যায় সুন্দরবনে। বিপন্ন প্রজাতির মধ্যে অন্যতম হচ্ছে বাঘ, মদনটাক, রাজগোখরা, লোনাপানির কুমির প্রভৃতি। ইউনেসকো সুন্দরবনের জীববৈচিত্র্যকে বিশ্বের জন্য অনন্য সম্পদ বলে ঘোষণা করেছে। বঙ্গোপসাগরে উৎপন্ন বেশির ভাগ ঝড় বাংলাদেশের ওপর দিয়ে যায়। কিন্তু সেই ঝড়ের গতিবেগ অর্ধেক কমিয়ে দেয় সুন্দরবন। আর সুন্দরবনের অন্যতম রক্ষক হচ্ছে বাঘ।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা