× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

শীতার্তদের মাঝে যুবলীগ নেতা এলিটের শীতবস্ত্র বিতরণ

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিবেদক

প্রকাশ : ২০ জানুয়ারি ২০২৩ ১৭:০৭ পিএম

কম্বল বিতরণ করছেন যুবলীগের কেন্দ্রীয় কমিটির সদস্য নিয়াজ মোর্শেদ এলিট। প্রবা ফটো

কম্বল বিতরণ করছেন যুবলীগের কেন্দ্রীয় কমিটির সদস্য নিয়াজ মোর্শেদ এলিট। প্রবা ফটো

চট্টগ্রামের মিরসরাইয়ে শীতার্তদের মাঝে প্রায় এক হাজার কম্বল বিতরণ করেছেন  যুবলীগ কেন্দ্রীয় কমিটির সদস্য নিয়াজ মোর্শেদ এলিট। 

গত শুক্রবার (২০ জানুয়ারি) বেলা ১১টার দিকে উপজেলার ৮ নম্বর দুর্গাপুর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের ঠাকুরদীঘিতে সাবেক ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি প্রয়াত হাবিবুর রহমান মাস্টারের বাড়িতে এ কম্বল বিতরণ করা হয়।

যুবলীগের কেন্দ্রীয় কমিটির সদস্য নিয়াজ মোর্শেদ এলিট বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার হিসেবে যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ ভাইয়ের নির্দেশনা অনুযায়ী আমরা সারাদেশে অসহায় মানুষের জন্য দুই মাসব্যাপী শীতবস্ত্র বিতরণ কর্মসূচি হাতে নিয়েছি। আমরা বিগত দিনেও সারাদেশে লাখ লাখ মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছি। এরই ধারাবাহিকতায় আজকে আমি নিজ জন্মস্থানে শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করেছি।‘

তিনি আরও বলেন, ‘দেশে শীতের তীব্রতা বাড়ায় দরিদ্র ও অসহায় মানুষ অত্যধিক কষ্ট পাচ্ছে। আমাদের এই কর্মসূচি পৌষ ও মাঘ এই দুই মাস অব্যাহত থাকবে। আমরা পর্যায়ক্রমে ১৬ ইউনিয়নে শীতবস্ত্র বিতরণ করব। সরকারের পাশাপাশি যুবলীগের কর্মীদের এই মহৎ কাজের নির্দেশনা এবং অনুপ্রেরণার জন্য যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ ভাইয়ের প্রতি কৃতজ্ঞতা জানাই।’

সমাজের বিত্তশালীদের শীতার্ত মানুষদের পাশে দাঁড়ানোর আহবান জানিয়ে তিনি বলেন, ‘আমাদেরকে বিশেষভাবে নজর দিতে হবে গ্রামের খেটে খাওয়া মানুষ, শিশু ও বয়োবৃদ্ধ মুরুব্বিদের প্রতি। আজকের এই দিনে মানবতার পাশে দাঁড়ানোই হচ্ছে সর্বোত্তম কাজ।‘

কম্বল বিতরণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন যুবলীগ নেতা ও বঙ্গবন্ধু শিশু কিশোর মেলা চট্টগ্রাম উত্তর জেলার সভাপতি আছিফ রহমান শাহীন, যুবলীগ নেতা মঞ্জুরুল হাসান, যুবলীগ নেতা ইমতিয়াজ অভি, লেখক ও সাংবাদিক আকাশ ইকবাল, যুবলীগ নেতা শওকত আজিম রিংকু, চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রলীগের সহসভাপতি শাখাওয়াত হোসেন বাবু, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক ইরফানুল আজিমসহ আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগ নেতারা।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা