× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

চিলমারীতে বীর মুক্তিযোদ্ধা আ. মান্নান সরকার বিতর্ক উৎসব শুরু বৃহস্পতিবার

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ০১ ফেব্রুয়ারি ২০২৩ ২০:০৬ পিএম

চিলমারীতে বীর মুক্তিযোদ্ধা আ. মান্নান সরকার বিতর্ক উৎসব শুরু বৃহস্পতিবার

কুড়িগ্রামের চিলমারীতে বীর মুক্তিযোদ্ধা আ. মান্নান সরকার বিতর্ক উৎসব আগামীকাল বৃহস্পতিবার (২ ফেব্রুয়ারি) শুরু হবে। 

উপজেলার থানাহাট এই ইউ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে উৎসবের উদ্বোধন করবেন উপজেলা পরিষদ চেয়ারম্যান রুকুনুজ্জামান শাহীন।

পরিচালনা করবেন বিতর্ক উৎসব আয়োজক কমিটির আহ্বায়ক জামিউল ইসলাম, সদস্য সচিব মোখলেছুর রহমান ও মিলন চন্দ্র। আর সভাপতিত্ব করবেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক।

বুধবার (১ জানুয়ারি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানিয়েছে আয়োজক কমিটি।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ফেব্রুয়ারি মাস জুড়ে উপজেলার সকল উচ্চ বিদ্যালয় ও মাদ্রাসায় উৎসবটি তিন ধাপে অনুষ্ঠিত হবে।

প্রথম ধাপে প্রতিষ্ঠানগুলোতে ৪টি নদীর নামে ৪টি দল করা হবে। সেই দলগুলোর মধ্যে প্রতিযোগিতার ভিত্তিতে প্রতিষ্ঠানটির সেরা দল বাছাই হবে। দ্বিতীয় ধাপে সকল প্রতিষ্ঠানের সেরা দলগুলোর মধ্যে প্রতিযোগিতা হবে। এবং এখানে সেরা ৮টি প্রতিষ্ঠানকে বাছাই করা হবে। এবং তৃতীয় ধাপে সেরা ৮টি দল ১-৫ মার্চ চূড়ান্ত প্রতিযোগিতার জন্য মনোনীত হবে। সেরা আট দলকেই পুরস্কৃত করা হবে।

পুরস্কার প্রদান করবেন বীর মুক্তিযোদ্ধা আ. মান্নান সরকার নিজেই।

বীর মুক্তিযোদ্ধা আ. মান্নান সরকার শিলিগুড়ি পানিঘাটায় ট্রেনিং শেষে উলিপুর নতুন অনন্তপুরে তার প্লাটুনসহ অবস্থান নেন। সেখান থেকে উলিপুরে বেশ কয়েকজন রাজাকারকে গ্রেপ্তার, ধরণীবাড়ি রেল ব্রিজ ধ্বংসসহ কয়েকটি অপারেশন করেন। তার উল্লেখযোগ্য অপারেশন হচ্ছে উলিপুর স্বর্ণময়ী হাই স্কুল ক্যাম্প অপারেশন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা