× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

৬৭ লাখ টাকা মূল্যের কষ্টিপাথরের দুই মূর্তি উদ্ধার, গ্রেপ্তার ৩

নওগাঁ প্রতিবেদক

প্রকাশ : ০১ ফেব্রুয়ারি ২০২৩ ১৯:৩২ পিএম

উদ্ধার হওয়া কষ্টিপাথরের মূর্তি। প্রবা ফটো

উদ্ধার হওয়া কষ্টিপাথরের মূর্তি। প্রবা ফটো

নওগাঁয় কষ্টিপাথরের দুটি মূর্তি উদ্ধার করা হয়েছে। এগুলোর আনুমানিক মূল্য ৬৭ লাখ টাকা বলে জানিয়েছে পুলিশ। অভিযানে গ্রেপ্তার হওয়া তিনজনকে বুধবার (১ ফেব্রুয়ারি) আদালতের মাধ্যমে জেল-হাজতে পাঠানো হয়েছে।

কষ্টিপাথরের দুটির মূর্তির মধ্যে একটি জেলার নিয়ামতপুর উপজেলার বরেন্দ্র বাজার এলাকার একজনের বাড়ি থেকে র‌্যাব উদ্ধার করে এবং অপরটি ধামইরহাট উপজেলার কুলফৎপুর গ্রামের মাঠে পুকুর খননের স্থান থেকে পুলিশ উদ্ধার করে। 

নিয়ামতপুর বরেন্দ্র বাজার এলাকা থেকে মূর্তি উদ্ধারের ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। তারা হলেন, চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার চিনিয়াতোলা গ্রামের সেতাউর রহমান, একই উপজেলার আসনপুর গ্রামের আব্দুল খালেক, পাশ্ববর্তী শেরপুর গ্রামের মোহাম্মাদ নজরুল ইসলাম।

আজ দুপুরে ওই তিনজনকে নিয়ামতপুর থানায় সোপর্দ করে তাদের বিরুদ্ধে মামলা করে র‌্যাব। পরে পুলিশ তাদের জেল-হাজতে পাঠায়। 

রাজশাহী র‌্যাব-৫, চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের কোম্পানি অধিনায়ক লেফটেন্যান্ট কমান্ডার রুহ-ফি-তাহমিন তৌকির জানান, ‘গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব মঙ্গলবার বিকালের দিকে নিয়ামতপুর বরেন্দ্র বাজার এলাকার মো. রাব্বানীর বাড়িতে অভিযান চালিয়ে প্রায় ১৩ কেজি ওজনের কষ্টিপাথরের একটি বিষ্ণু মূর্তি উদ্ধারসহ তিন পাচারকারীকে গ্রেপ্তার করে। যার আনুমানিক মূল্য প্রায় ১৫ লাখ টাকা।’

তিনি আরও জানান, ‘আসামিরা একটি সংঘবদ্ধ অপরাধচক্র। তারা বিভিন্ন জায়গা থেকে কষ্টিপাথরের মূর্তি সংগ্রহ করে এবং সাধারণ মানুষকে প্রলোভন দেখিয়ে অর্থ আত্মসাৎ করে থাকে বলে তারা র‌্যাবের কাছে স্বীকার করেছেন।’

নিয়ামতপুর থানার ওসি মো. আসাদুজ্জামান জানান, আসামিদের আদালতের মাধ্যমে জেল-হাজতে পাঠানো হয়েছে। উদ্ধার করা মূর্তিটি প্রত্নতত্ব বিভাগে হস্তান্তরের প্রক্রিয়া শুরু করা হয়েছে।

শ্রমিকদের বরাত দিয়ে ধামইরহাট থানার ওসি মো.মোজাম্মেল হক কাজী জানান, নওগাঁর ধামইরহাট উপজেলার কুলফতপুর গ্রামের মাঠে মঙ্গলবার পুকুর খননের সময় শ্রমিকরা ৪৫ কেজি ওজনের নারায়ণ ঠাকুরের একটি মূর্তি দেখতে পান। খবর পেয়ে পরে পুলিশ ঘটনাস্থল থেকে মূর্তিটি উদ্ধার করে থানা হেফাজতে নেয়।

তিনি বলেন, ‘পুকুরের মাটি খননকালে প্রাপ্ত কষ্টিপাথরের নারায়ণ ঠাকুরের মূর্তিটির ওজন প্রায় ৪৫ কেজি। যার দৈর্ঘ্য ৩৭ ইঞ্চি এবং প্রস্থ ১৫ ইঞ্চি। এর আনুমানিক মূল্য প্রায় ৫২ লাখ টাকা।’ তিনি বলেন, ‘মূর্তিটি অতি প্রাচীন এবং প্রত্নত্বত্ত সম্পদ। মূর্তিটি আদালতের মাধ্যমে প্রত্নতত্ত্ব বিভাগে হস্তান্তরের প্রক্রিয়া চালানো হচ্ছে।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: protidinerbangladesh.pb@gmail.com

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: pbad2022@gmail.com

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: pbonlinead@gmail.com

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: pbcirculation@gmail.com

বিজ্ঞাপন মূল্য তালিকা