× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ঠাকুরগাঁও-৩ আসনের উপনির্বাচনে নিরুত্তাপ ভোট

ঠাকুরগাঁও প্রতিবেদক

প্রকাশ : ০১ ফেব্রুয়ারি ২০২৩ ১৩:৩৩ পিএম

আপডেট : ০১ ফেব্রুয়ারি ২০২৩ ১৩:৪৪ পিএম

উপনির্বাচনে রাণীশংকৈল ইভিএমে বেলা ১০টা পর্যন্ত ১টা ভোট পড়েছে। প্রবা ফটো

উপনির্বাচনে রাণীশংকৈল ইভিএমে বেলা ১০টা পর্যন্ত ১টা ভোট পড়েছে। প্রবা ফটো

ঠাকুরগাঁও-৩ আসনের (পীরগঞ্জ ও রাণীশংকৈল) উপনির্বাচনের ১২৮টি কেন্দ্রে ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোটগ্রহণ চলছে। বুধবার (১ ফেব্রুয়ারি) সাকাল সাড়ে ৮টা থেকে ভোটগ্রহণ শুরু হলেও কেন্দ্রগুলোতে ভোটারদের উপস্থিতি কিছুটা কম। 

এর আগে জাহিদুর রহমান পদত্যাগ করায় এ সংসদীয় আসন শূন্য ঘোষণা করে গত ১১ ডিসেম্বর গেজেট প্রকাশ করেছে সংসদ সচিবালয়। তারই আসনের উপনির্বাচনের ভোট গ্রহণ শুরু হয়েছে।

রাণীশংকৈল ডিগ্রি কলেজে ভোটার সংখ্যা নেই বললে চলে। বেলা ১১টা পর্যন্ত ভোট পড়েছে মাত্র ৫ শতাংশ।

ভোট দিয়ে বের হয়ে জিয়াউর রহমান প্রতিদিনের বাংলাদেশকে বলেন, ‘আজকে বলে ভোট। ভোট হলে মানুষ মেলা বসায়। লাইনত দাঁড়ায় থাকিবা হয় ৪ থেকে ৫ ঘণ্টা। এই ভোট কেন্দ্রে আসলাম জীবনের প্রথম ইভিএম এ ভোট দিলাম ভালো লাগছে। তবে ভোটার নাই বলে চলে।’ 

একই চিত্র রাণীশংকৈল মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের। সকাল থেকে ভোট পড়েছে ৭ শতাংশ। তবে ভোটার সংখ্যা প্রায় দুই হাজারের মতো।

ভোট দিতে আসা বিমলা রাণী বলেন, ‘মাঠে শুধু পুলিশ আছে। হাতে গোনা কয়েকজন ছাড়া আর কাহ নাই। আজই বলে ভোট কই কেহ তো ভোট দিবার আসেনি। মুই যায় ভোট দিয়া আসিছু আর কাহ নাই।’

রাণীশংকৈল মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রিসাইডিং অফিসার আবুল কালাম বলেন, '৬টি ইভিএম মেশিন দিয়ে সকাল সাড়ে ৮টা থেকে এই কেন্দ্রে ভোট গ্রহণ শুরু হয়। সকাল ১০টা পর্যন্তু একটা ভোটও পড়েনি এই কেন্দ্রে। তবে ১১টা থেকে ৫-৬টা ভোট পড়েছে। আশা করছি বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ভোট সংখ্যাও বাড়বে।'

উপনির্বাচনে ১৪ দলের প্রার্থী বাংলাদেশ ওয়ার্কার্স পার্টির জেলা সভাপতি ইয়াসিন আলী হাতুড়ি মার্কা, জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য হাফিজ উদ্দিন আহম্মেদ লাঙ্গল মার্কা, স্বতন্ত্র পদপ্রার্থী গোপাল চন্দ্র রায় একতারা মার্কা, জাকের পার্টির এমদাদুল হক গোলাপ ফুল মার্কা, ন্যাশনাল পিপলস পার্টির সাফি আল আসাদ আম মার্কা ও বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্টের সিরাজুল ইসলাম টেলিভিশন মার্কায় প্রতিদ্বন্দ্বিতা করছেন।

জেলা নির্বাচন কর্মকর্তা সফিকুল ইসলাম বলেন, ‘কিছু কিছু কেন্দ্রে ইভিএম মেশিনের একটু সমস্যা দেখা দিচ্ছে, সেখানে আমাদের টিম গেছে। আর কিছু কেন্দ্রে ভোটার সংখ্যা কম। তবে আজকে একটু ঠান্ডা বেশি, তাই বেলা বাড়লে ভোটারের সংখ্যা বাড়বে আশা করছি।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: protidinerbangladesh.pb@gmail.com

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: pbad2022@gmail.com

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: pbonlinead@gmail.com

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: pbcirculation@gmail.com

বিজ্ঞাপন মূল্য তালিকা