× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বগুড়া-৬ আসনে ভোট পড়ছে খুবই কম

বগুড়া অফিস

প্রকাশ : ০১ ফেব্রুয়ারি ২০২৩ ১২:৩৮ পিএম

আপডেট : ০১ ফেব্রুয়ারি ২০২৩ ১২:৪৮ পিএম

ভোট দিতে বগুড়া সদরের একটি কেন্দ্রে নারীদের সারি। প্রবা ফটো

ভোট দিতে বগুড়া সদরের একটি কেন্দ্রে নারীদের সারি। প্রবা ফটো

বগুড়া-৬ (সদর) আসনের কেন্দ্রগুলোতে ভোটার উপস্থিত সকাল থেকে খুবই কম। তবে সদরের টেংরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নারী কেন্দ্রের একটি বুথে সকাল ১০টার পরে নারী ভোটারদের সারিবদ্ধভাবে দাঁড়িয়ে থাকতে দেখা গেছে। 

ওই কেন্দ্রের প্রিজাইডিং অফিসার মোমিনুল ইসলাম জানান, ২ হাজার ৫২ ভোটারের মধ্যে বেলা ১১টা পর্যন্ত আড়াই ঘণ্টায় ১৩২ জন ভোট দিয়েছেন। যার শতকরা হার ৬ দশমিক ৪৩। 

অন্যদিকে ওই একই বিদ্যালয়ের পুরুষ কেন্দ্র বেলা ১১টা পর্যন্ত ২ হাজার ২০৯ জনের মধ্যে ৩০৪ জন ভোট দিয়েছেন। ভোট পড়েছে ১৩ দশমিক ৭৬ শতাংশ।

কেন্দ্রে গিয়ে দেখা গেছে বেলা ১১টার দিকে পুরুষ কেন্দ্রটির বুথগুলোর ভেতরে আওয়ামী লীগ প্রার্থীর সমর্থকরা অবস্থান নিয়েছেন। তাদের কেউ কেউ গোপনকক্ষে ঢুকে ভোটারদের নির্দিষ্ট প্রতীকে ভোট দিতে বাধ্য করছেন। এ সময় প্রিজাইডিং অফিসার বায়েজিদ রোস্তমী তার কক্ষে বসে ছিলেন। 

প্রিজাইডিং অফিসার বায়েজিদ রোস্তমী দাবি করেছেন, ভোট সুষ্ঠুভাবেই হচ্ছে। তিনি বলেন, ‘প্রতিটি বুথে নৌকা ছাড়াও লাঙ্গল ও মশাল প্রতীকের পোলিং এজেন্ট আছেন।’ 

তবে আওয়ামী লীগ প্রার্থীর নিজ এলাকা হিসেবে পরিচিত নামুজা ফাজিল মাদ্রাসার নারী ও পুরুষ কেন্দ্রে নৌকা ছাড়া আর কোনো প্রার্থীর এজেন্ট ছিল না। 

এদিকে শহরের কেন্দ্রগুলোতে সকাল ১০টা পর্যন্ত ৪ থেকে সর্বোচ্চ ১০টি ভোট পড়েছে। 

নির্বাচন সুষ্ঠু করতে পুলিশ, র‍্যাব ও নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে বিজিবি সদস্যদের টহল রয়েছে। 


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: protidinerbangladesh.pb@gmail.com

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: pbad2022@gmail.com

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: pbonlinead@gmail.com

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: pbcirculation@gmail.com

বিজ্ঞাপন মূল্য তালিকা