× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

সাতক্ষীরায় দুপক্ষের সংঘর্ষে বিএনপির প্রস্তুতি সভা পণ্ড

সাতক্ষীরা প্রতিবেদক

প্রকাশ : ৩১ জানুয়ারি ২০২৩ ১৯:৫১ পিএম

আপডেট : ৩১ জানুয়ারি ২০২৩ ২০:৫০ পিএম

সাতক্ষীরায় দুইপক্ষের সংঘর্ষে বিএনপির বিভাগীয় সমাবেশের প্রস্তুতি সভা বন্ধ করা হয়েছে। প্রবা ফটো

সাতক্ষীরায় দুইপক্ষের সংঘর্ষে বিএনপির বিভাগীয় সমাবেশের প্রস্তুতি সভা বন্ধ করা হয়েছে। প্রবা ফটো

সাতক্ষীরায় দুপক্ষের সংঘর্ষে বিএনপির বিভাগীয় সমাবেশের প্রস্তুতি সভা পণ্ড হয়েছে। সংঘর্ষের সময় বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু উপস্থিত ছিলেন।

মঙ্গলবার (৩১ জানুয়ারি) বিকালে আমতলা মোড়ের নিরিবিলি কমিউনিটি সেন্টারে এই প্রস্তুতি সভার আয়োজন করেছিল জেলা বিএনপি।জেলা বিএনপির আহ্বায়ক সৈয়দ ইফতেখারের সভাপতিত্বে প্রস্তুতি সভা শুরু হয়েছিল।

শামসুজ্জামান দুদু বলেন, ‘আমাদের নিজেদের মধ্যে সংঘর্ষ হলে তা দলের জন্য অশনি সংকেত, দুঃখজনক। এ ঘটনায় দলের ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়েছে। প্রতিপক্ষ হাসি-তামাশার সুযোগ পাবে।’ 

জেলা আহ্বায়ক ইফতেখার আলী জানান, প্রস্তুতি সভাটি শান্তিপূর্ণভাবে চলছিল। সাতক্ষীরা বিএনপির সদস্য সচিব ইউপি চেয়ারম্যান আব্দুল আলিমের বক্তব্য চলাকালে একপক্ষ উত্তেজিত হয়ে যায়। ক্ষিপ্ত হয়ে তাকে আক্রমণের চেষ্টা করলে আলিমের সমর্থকরা পাল্টা আক্রমণ করে। পরে দুপক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়লে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। 

বিএনপির নেতা আব্দুল আলীম বলেন, ‘বড় দলে গ্রুপিং, গণ্ডগোল থাকবেই। এটা নতুন কিছু না।’ 

অন্যগ্রুপের নেতা জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক তারিকুল হাসান বলেন, ‘প্রস্তুতি সভায় আলীমের বক্তব্য উসকানিমূূলক হওয়ায় তার দিকে নেতাকর্মীরা তেড়ে যায়। এক পর্যায়ে সংঘর্ষ বাঁধলে সভা বন্ধ ঘোষণা করা হয়।’

সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারেক আহম্মেদ বলেন, ‘বিএনপি এক গ্রুপের নেতাকর্মীরা আরেক গ্রুপের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ে। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।’

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য সাবেক এমপি কাজী আলাউদ্দিন, নির্বাহী কমিটির সদস্য শহিদুল আলম, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আব্দুর রউফ, হাবিবুর রহমান হবি, শেখ তারিকুল হাসান, মৃনাল কান্তি রায় প্রমুখ।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: protidinerbangladesh.pb@gmail.com

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: pbad2022@gmail.com

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: pbonlinead@gmail.com

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: pbcirculation@gmail.com

বিজ্ঞাপন মূল্য তালিকা