× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

‘ব্রাহ্মণবাড়িয়ার প্রার্থী আসিফ নিখোঁজে সরকারি বাহিনীর সংশ্লিষ্টতা নেই’

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ৩১ জানুয়ারি ২০২৩ ১৪:২৯ পিএম

আপডেট : ৩১ জানুয়ারি ২০২৩ ১৪:৪০ পিএম

ব্রাহ্মণবাড়িয়া-২ উপনির্বাচনের স্বতন্ত্র প্রার্থী আবু আসিফ। সংগৃহীত ছবি

ব্রাহ্মণবাড়িয়া-২ উপনির্বাচনের স্বতন্ত্র প্রার্থী আবু আসিফ। সংগৃহীত ছবি

ব্রাহ্মণবাড়িয়া-২ উপনির্বাচনের স্বতন্ত্র প্রার্থী বিএনপির বহিষ্কৃত নেতা আবু আসিফের নিখোঁজের ঘটনায় সরকারি কোনো বাহিনীর সংশ্লিষ্টতা নেই বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার মো. আনিছুর রহমান।

তিনি বলেন, আমাদের কাছে এইটুকু তথ্য আছে যে, সরকারি কোনো বাহিনী এটা করেনি।

মঙ্গলবার (৩১ জানুয়ারি) আগারগাঁওয়ের নির্বাচন ভবনে নিজ কার্যালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

আনিছুর রহমান বলেন, আমরা ডিসি, এসপি ও জেলা নির্বাচন কর্মকর্তাকে রিপোর্ট দিতে বলেছিলাম। জানতে চেয়েছিলাম সেখানে আসলে কী ঘটেছে। তারা বৈঠক করেছে। প্রথমে ওই প্রার্থীকে লোকেট করা গিয়েছিল। কিন্তু মোবাইল বন্ধ থাকায় পরে আর লোকেট করা যায়নি। প্রচেষ্টা অব্যাহত রয়েছে। আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশ দেওয়া হয়েছে, তাকে খুঁজে পেলে সঙ্গে সঙ্গে মিডিয়ার সামনে হাজির করা হবে।

তিনি বলেন, তার যে ভিডিও ভাইরাল হয়েছে এবং গণমাধ্যমে যে নিউজ এসেছে, তাতে মনে হয় এটি তার আগেই পরিকল্পনা করা ছিল। পুরোটা জানা যাবে, তাকে খুঁজে পাওয়া গেলে।

তিনি আরও বলেন, এখন কেউ যদি ইচ্ছা করে লুকিয়ে থাকেন, তাহলে তো তাকে খুঁজে পাওয়া কঠিন।

আবু আসিফ নিখোঁজের ঘটনা ইসির নজরে আনলে গতকাল সোমবার নির্বাচন কমিশনার বেগম রাশেদা সুলতানা জানান, কী ঘটেছে সেটি জানাতে ডিসি, এসপি ও জেলা নির্বাচন কর্মকর্তার কাছে চিঠি পাঠানো হয়েছে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা