× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

এখন থেকে ফয়’স লেকে পাবেন বেসক্যাম্প সুবিধা

চট্টগ্রাম অফিস

প্রকাশ : ২৯ জানুয়ারি ২০২৩ ১৬:৫৬ পিএম

ফয়’স লেকে চালু বেসক্যাম্প। প্রবা ফটো

ফয়’স লেকে চালু বেসক্যাম্প। প্রবা ফটো

দীর্ঘ প্রতিক্ষার পর চট্টগ্রামের ফয়’স লেকে চালু হলো বেসক্যাম্প সুবিধা। ফলে দর্শনার্থীরা এখন সেখানে এ সুবিধা ভোগ করতে পারবেন। এতে করে দর্শনীয় স্থানটিতে যুক্ত হয়েছে বিনোদনের নতুন মাত্রা।

রবিবার (২৯ জানুয়ারি) দুপুরে ফয়’স লেকে বেসক্যাম্পের আনুষ্ঠানিক কার্যক্রম চালু করে কনকর্ড গ্রুপ।

কনকর্ড গ্রুপের নির্বাহী পরিচালক অনুপ সরকার বলেন, ‘ফয়’স লেকে বিনোদনে নতুন মাত্রা যোগ করতে এ আয়োজন।’

কর্তৃপক্ষ জানায়, ফয়’স লেকের বেসক্যাম্পে রয়েছে কায়াকিং, আর্চারি, ক্রাইম্বিং ওয়াল, উড কেবিন, ট্রি টপ অ্যাক্টিভিটি, অন গ্রাউন্ড অ্যাক্টিভিটি, টিম বিল্ডিং গেম, হিউম্যান ফুসবল। শিগগিরই যুক্ত হবে মাড ট্রেইল, পেইন্ট বল ইত্যাদি অ্যাডভেঞ্চার অ্যাক্টিভিটি। গ্রুপ ক্যাম্পিং, নাইট ট্রেইল, ট্রেজার হান্টের মতো রোমাঞ্চকর অ্যাক্টিভিটির ব্যবস্থা আছে।

বেসক্যাম্পে নিরাপত্তায় সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে। নিরাপত্তা কর্মীর পাশাপাশি আধুনিক যন্ত্রপাতি রয়েছে। বেসক্যাম্প খোলা থাকবে সকাল দশটা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত। এতে জনপ্রতি খরচ পড়বে তিন হাজার টাকা। তাছাড়া দেড়শ, চারশ ও আটশ টাকার মূল্যের রাইড সুবিধা রাখা হয়েছে। রাতযাপন করা যাবে তাঁবুতে। থাকার ব্যবস্থা রয়েছে শীততাপ নিয়ন্ত্রিত কক্ষে।

কনকর্ড গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক শাহরিয়ার কামাল বলেন, ‘২০০৪ সালে ফয়’স লেকের যাত্রা শুরু। আজ যৌথভাবে বেসক্যাম্পের যাত্রা শুরু করতে যাচ্ছি। এটি থাইল্যান্ড সিঙ্গাপুরের বেসক্যাম্পের চেয়ে কম হবে না।’

বেসক্যাম্প অ্যাডভেঞ্চার লিমিটেডের চেয়ারম্যান মাহবুব জামান বলেন, ‘আমরা ট্যুরিজমে ভিন্নতা আনতে চাই। ট্যুরিজমকে ছড়িয়ে দিতে চাই সারাদেশে। ফয়’স লেক বেসক্যাম্প নতুন দিগন্ত উন্মোচন করবে। আমরা মাত্র শুরু করেছি। অনেক দূর যেতে পারব আশা করি।’

বেসক্যাম্প অ্যাডভেঞ্চার লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক তামজীব সিদ্দিক স্পন্দন বলেন, ‘আমরা মনে করি প্রত্যেকের ভেতর অমিত শক্তি আছে। আমরা চাই মানুষ তাঁবুতে থাকবে। নাইট সাফারি করবে। মানুষ যখন নিজের শক্তি সম্পর্কে জানতে পারে, তখন পৃথিবী বদলে দিতে পারে।’

তিনি বলেন, ‘আমরা বেসক্যাম্পের জন্য একটি গাছও কাটিনি। যতটা কম ইট পাথর ব্যবহার করেছি। আমাদের সব গিয়ার, হ্যালমেট ফ্রান্স থেকে এনেছি। ফিজিক্যালি ফিট মানুষই বেসক্যাম্প অ্যাক্টিভিটি করতে পারবে। আমরা ট্রেইনার রেখেছি ভয় কাটিয়ে মানুষ যাতে অংশ নিতে পারে। গর্ভবতীরা অংশ নিতে পারবেন না। নির্দিষ্ট জায়গা ছাড়া সিগারেট অ্যালাউ না’। 

মাউন্টেনিয়ার ডা. বাবর আলী বলেন, ‘যা আছে বাংলাদেশে তা আছে চট্টগ্রামে। নদী, ঝরনা, পাহাড়, লেক আছে এখানে। আমার শহরে বেসক্যাম্প হয়েছে এটা আনন্দের। এখানে কায়াক আছে। তরুণরা এখানে আসবে। পরিবেশ দূষণ না করে থিম পার্ক করায় ধন্যবাদ জানাই। গাজীপুরে, বান্দরবানে বেসক্যাম্প আছে। এখন চট্টগ্রামে যাত্রা শুরু হলো।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা