× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

তিন বছরেও শেষ হয়নি ব্রিজের কাজ, ঠিকাদার উধাও

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিবেদক

প্রকাশ : ২৮ জানুয়ারি ২০২৩ ১৭:২৬ পিএম

আপডেট : ২৮ জানুয়ারি ২০২৩ ১৭:২৯ পিএম

মৌলভীবাজারের কমলগঞ্জে লাউয়াছড়ার উপর নির্মাণাধীন গার্ডার ব্রিজের কাজ এক বছরে শেষ হওয়ার কথা থাকলেও তিন বছরেও সমাপ্ত হয়নি। প্রবা ফটো

মৌলভীবাজারের কমলগঞ্জে লাউয়াছড়ার উপর নির্মাণাধীন গার্ডার ব্রিজের কাজ এক বছরে শেষ হওয়ার কথা থাকলেও তিন বছরেও সমাপ্ত হয়নি। প্রবা ফটো

মৌলভীবাজারের কমলগঞ্জে লাউয়াছড়ার উপর নির্মাণাধীন গার্ডার ব্রিজের কাজ এক বছরে শেষ হওয়ার কথা থাকলেও তিন বছরেও সমাপ্ত হয়নি। ঠিকাদারের গাফিলতির কারণে দীর্ঘদিন নির্মাণ কাজ বন্ধ থাকায় বেড়েছে এলাকাবাসীর ভোগান্তি। এ ছাড়া, ব্রিজের পাশে বিকল্প কোনো সড়ক না রাখায় দুই পাশের মানুষের যোগাযোগও বন্ধ রয়েছে। কাগজপত্রে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) ৪০ শতাংশ কাজ সম্পন্ন দেখালেও বাস্তবে শুধু মাত্র ১৮টি পিলার পাইলিং করা হয়েছে।

আদমপুরের উত্তর কানাইদেশি ভায়া কাউয়ারগলা সড়কের রাজকান্দি ফরেস্ট সংলগ্ন লাউয়াছড়ার উপর ব্রিটিশ আমলের একটি জরাজীর্ণ কাঠের সেতু ছিল। স্থানীয়দের দাবির পরিপ্রেক্ষিতে এলজিইডি সিলেট বিভাগের গ্রামীণ এ্যাকসেস সড়ক উন্নয়ন প্রকল্পের আওতায় ২০২০ সালে ২৫ মিটার দৈর্ঘ্য একটি গার্ডার ব্রিজ নির্মাণের উদ্যোগ নেয়। এতে ব্যয় ধরা হয় দুই কোটি টাকা।

২০২০ সালে নির্মাণ কাজের টেন্ডার পায় ভোলার ইতি এন্টারপ্রাইজ নামে এক ঠিকাদারি প্রতিষ্ঠান। তবে কাজ শুরুর প্রথমে বনবিভাগের বাধার মুখে কাজ শুরু হতে দুই মাস দেরি হয়। নির্মাণ কাজ শেষ হওয়ার কথা ছিল ২০২২ সালে ৪ জানুয়ারি। কিন্তু নির্ধারিত সময়ে কাজ শেষ না হওয়ায় আরও তিন মাস সময় বাড়ানো হয়। তবে শুধু মাত্র ১৮টি পিলার পাইলিং করেই ঠিকাদারি প্রতিষ্ঠানটি এখান থেকে কাজ গুটিয়ে চলে যায়।

সরেজমিনে গিয়ে দেখা যায়, পিলারের বের হয়ে থাকা রডে মরিচা পড়ে গেছে। ব্রিজের কাজ দীর্ঘদিন বন্ধ থাকায় চরম দূর্ভোগে পড়েছেন স্থানীয়রা। ওই সড়ক ব্যবহার করে আদমপুরে আসা যাওয়া করতেন স্থানীয়রা। কিন্তু ব্রিজটি সম্পন্ন না হওয়ায় এখন যোগাযোগ বিচ্ছিন্ন।

এ বিষয়ে জানতে ঠিকাদারি প্রতিষ্ঠান ইতি এন্টারপ্রাইজের কর্মকর্তাদের ফোন করা হলে তারা কথা বলতে রাজি হননি। 

কমলগঞ্জ উপজেলা প্রকৌশলী জাহিদুল ইসলাম বলেন, ‘বারবার ঠিকাদারি প্রতিষ্ঠানকে তাগাদা দিয়েও কোনো ফল পাওয়া যাচ্ছে না। তবে বিশ্বস্ত একটি সূত্রে জানতে পেরেছি, এলজিইডি কমলগঞ্জ অফিস থেকে ঢাকা অফিসে ৮ মাস আগে এ গার্ডার ব্রিজটির কাজ বাস্তবায়ন ৪০ শতাংশ দেখানো হয়েছে। এ ছাড়া, ঢাকা অফিস হতে বারবার ব্রিজটির কাজ সম্পন্নের নির্দেশ দিয়েও কোনো কাজ হচ্ছে না। ঠিকাদারি প্রতিষ্ঠান এসবে কোনো পাত্তাই দিচ্ছে না।’

মৌলভীবাজারের নির্বাহী প্রকৌশলী আহমেদ আব্দুল্লাহ বলেন, ‘আমি এ জেলায় নতুন। নতুন করে এ ব্রিজের নির্মাণ কাজের টেন্ডার দেওয়া হবে।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা