× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

কোটালীপাড়া পৌর নির্বাচন

মনোনয়ন দৌড়ে আওয়ামী লীগের ১৬ প্রার্থী

গোপালগঞ্জ প্রতিবেদক

প্রকাশ : ২৮ জানুয়ারি ২০২৩ ০৯:৪৯ এএম

আপডেট : ২৮ জানুয়ারি ২০২৩ ০৯:৫০ এএম

কোটালীপাড়া পৌরসভা নির্বাচনকে ঘিরে আওয়ামী লীগের মনোনয়নপ্রত্যাশীদের পোস্টার ব্যানারে ছেয়ে গেছে পৌর এলাকা। প্রবা ফটো

কোটালীপাড়া পৌরসভা নির্বাচনকে ঘিরে আওয়ামী লীগের মনোনয়নপ্রত্যাশীদের পোস্টার ব্যানারে ছেয়ে গেছে পৌর এলাকা। প্রবা ফটো

গোপালগঞ্জের কোটালীপাড়া পৌরসভার নির্বাচনের তারিখ ঘোষণা করেছে নির্বাচন কমিশন। গত ২৩ জানুয়ারি ভোটের তারিখ ঘোষণা করলেও কোটালীপাড়ায় আরও আগে থেকেই নির্বাচনী মাঠ গরম রেখেছেন প্রার্থীরা।

ভোট করতে এরই মধ্যে অন্তত ১৬ জন নেতা আওয়ামী লীগের মনোনয়নের প্রত্যাশায় শুরু করেছে ছোটাছুটি। সবারই প্রত্যাশা দীর্ঘদিন দলীয় রাজনীতির সঙ্গে জড়িত থাকায় তিনিই পাবেন। প্রার্থীদের প্রত্যাশা আর সমর্থকদের প্রচারণায় এখনই গরম পৌর এলাকায় নির্বাচনের মাঠ।

নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, ঘোষিত তফসিল অনুযায়ী ১৯ ফেব্রুয়ারি মনোনয়নপত্র জমার শেষ দিন ও ২০ ফেব্রুয়ারি মনোনয়নপত্র বাছাইয়ের তারিখ নির্ধারণ করা হয়েছে। আগামী ১৬ মার্চ ইভিএমের মাধ্যমে অনুষ্ঠিত হবে ভোটগ্রহণ। 

প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্বাচনী এলাকার পৌরসভা কোটালীপাড়া। কোটালীপাড়া প্রায় শতভাগ ভোটারই আওয়ামী লীগ দলীয় সমর্থক। গত পৌর নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় মেয়র নির্বাচিত হয়েছিলেন। এবারও সবার ধারণা শেষ পর্যন্ত মনোনয়ন দেওয়া হলে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হবেন আওয়ামী লীগের প্রার্থী।

দলীয় মনোনয়ন পেতে প্রত্যাশীরা দলীয় উচ্চপর্যায়ের নেতাদের কাছে ধর্না দিতে শুরু করেছেন। একবার ঢাকা, একবার কোটালীপাড়া চলছে ছোটাছুটি। মনোনয়ন পেতে বিলবোর্ড, তোরণ, ব্যানার ও পোস্টার দিয়ে কেন্দ্রীয়, জেলা ও উপজেলা আওয়ামী লীগের নেতাদের দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করছেন মনোনয়ন প্রত্যাশীরা। 

ইতোমধ্যে দলীয় মনোনয়ন পেতে ১৬ জন প্রার্থী তাদের জীবনবৃত্তান্ত জমা দিয়েছেন কোটালীপাড়া উপজেলা আওয়ামী লীগের কাছে। সবাই মূল দল আওয়ামী লীগ কোটালীপাড়া উপজেলা শাখার সম্পাদকমণ্ডলীর সদস্য ও সহযোগী সংগঠনের নেতা।

কোটালীপাড়া পৌরসভা নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগের মনোনয়ন পেতে নির্বাচনী মাঠে কাজ করছেন তিন নারী প্রার্থী। তারা হলেন- উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাবেক আহ্বায়ক প্রয়াত নারায়ণ চন্দ্র দামের স্ত্রী উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক লীলা দাম, উপজেলা যুব মহিলা লীগের আহ্বায়ক শাবানা ও শহীদ বীর মুক্তিযোদ্ধার সন্তান নার্গিস সুলতানা।

এছাড়া বর্তমান পৌর মেয়র ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হাজী কামাল হোসেন শেখ, সাবেক পৌর মেয়র ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এইচএম অহিদুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সদস্য ও বিশিষ্ট ব্যবসায়ী জাহাঙ্গীর হোসেন খান, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মতিয়ার রহমান হাজরা। 

আরও আছেন উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি ও উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান আব্দুল খালেক হাওলাদার, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি এসএম হুমায়ুন কবির, আওয়ামী লীগ নেতা দেলোয়ার হোসেন সরদার, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক রুহুল আমিন খান, পৌর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও প্যানেল মেয়র এসএম মিজানুর রহমান মিঠু, উপজেলা আওয়ামী লীগের সদস্য হাবিবুর রহমান মুকুল, উপজেলা আওয়ামী লীগের সদস্য ডা. মো. আলীউজ্জামান শেখ, ব্যবসায়ী কমল সেন, জেলা কৃষক লীগের সহসভাপতি মোস্তফা কামাল তাদের জীবনবৃত্তান্ত জমা দিয়েছেন।

সামাজিক ও ধর্মীয় অনুষ্ঠানে হাজির হয়ে বিভিন্ন আঙ্গিকে গণসংযোগ চালাচ্ছেন। পাশাপাশি তাদের সমর্থকরা সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে মেয়র পদে দেখতে চেয়ে তাদের ছবি পোস্ট করে প্রচার চালাচ্ছেন। আলোচনা চলছে, কে হবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার নৌকার মাঝি। 

কোটালীপাড়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আয়নাল হোসেন শেখ বলেন, ‘আমরা সম্ভাব্য মেয়র প্রার্থীদের জীবনবৃত্তান্ত সংগ্রহ করছি। প্রার্থীদের এই জীবনবৃত্তান্ত জেলা কমিটির কাছে পাঠাব। তারা এটি কেন্দ্রে পাঠাবেন। কেন্দ্র যাকে মনোনয়ন দেবে, আমরা তার নির্বাচন করব।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা