× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

সাবেক ও বর্তমান মেম্বার-চেয়ারম্যানের মধ্যে সংঘর্ষে আহত ২৫

গোপালগঞ্জ প্রতিবেদক

প্রকাশ : ২৭ জানুয়ারি ২০২৩ ১৭:১৩ পিএম

সংঘর্ষে আহত কয়েকজন হাসপাতালে চিকিৎসাধীন। প্রবা ফটো

সংঘর্ষে আহত কয়েকজন হাসপাতালে চিকিৎসাধীন। প্রবা ফটো

গোপালগঞ্জ সদর উপজেলায় এক ইউনিয়ন পরিষদের (ইউপি) বর্তমান ও সাবেক দুই সদস্যের মধ্যে বিরোধের জেরে সংঘর্ষে ২০ জন আহত হয়েছেন। এ ছাড়া উপজেলার আরেক ইউপির বর্তমান ও সাবেক চেয়ারম্যানের মধ্যে নির্বাচন নিয়ে বিরোধের জেরে সংঘর্ষে পাঁচজন আহত হয়েছেন। এরমধ্যে ১৬ জনকে গোপালগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শুক্রবার (২৭ জানুয়ারি) সকালে সদর উপজেলার মালেঙ্গা ও জালালাবাদ ইউনিয়নে আলাদা এ দুটি সংঘর্ষ ঘটে।

মালেঙ্গা ইউনিয়নে আহত চিকিৎসাধীনরা হলেন রাসেল খান, কাদের খান, সাগর খান, আজমীর খান, আকবর খান, ইউনুস মোল্যা, রিপন মোল্যা, সেলিম মোল্যা, জাহাঙ্গীর খান, রাজ্জাক মোল্য, মিলন ঠাকুর ও লিটন ঠাকুর।

জালালাবাদ ইউনিয়নে আহত চিকিৎসাধীনরা হলেন রাসেল শেখ, আহম্মদ মোল্যা, আনিস মোল্যা ও ইদ্রিস সরদার।

গোপালগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) জাবেদ মাসুদ এসব তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, একটি জমি নিয়ে মালেঙ্গা ইউনিয়ন পরিষদের সদস্য এয়ার আলী খানের সঙ্গে একই ইউপির সাবেক সদস্য আজিজুল খানের বিরোধ চলছিল। শুক্রবার সকালে ওই জমিতে কাজ করতে যান এয়ার আলী খানের লোকজন। তখন তাদের বাধা দেন আজিজুল খানের লোকজন। এতে সংঘর্ষে জড়িয়ে পড়লে দুপক্ষের অন্তত ২০ জন আহত হন। এর মধ্যে ১২ জনকে গোপালগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এদিকে ইউপি নির্বাচন নিয়ে জালালাবাদ ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান এফএম মারুফ রেজা ও সাবেক চেয়ারম্যান সুপারুল আলমের সমর্থকদের মধ্যে বিরোধ চলছিল। বিরোধের জেরে শুক্রবার সকালে জালালাবাদ গ্রামে দুপক্ষের সমর্থকদের মধ্যে সংঘর্ষ বেধে যায়। এতে দুপক্ষের অন্তত ৫ জন আহত হন। চারজনকে গোপালগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ওসি জাবেদ মাসুদ বলেন, ‘খবর পেয়ে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। দুই গ্রামে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। কেউ মামলা করেনি।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা