× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

সাগরদাঁড়িতে সাত দিনব্যাপী মধুমেলা শুরু

যশোর প্রতিবেদক

প্রকাশ : ২৫ জানুয়ারি ২০২৩ ২১:১৯ পিএম

আপডেট : ২৫ জানুয়ারি ২০২৩ ২২:০৯ পিএম

মধুমেলার উদ্বোধন করেন সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ। প্রবা ফটো

মধুমেলার উদ্বোধন করেন সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ। প্রবা ফটো

তিন বছর পর যশোরের সাগরদাঁড়ির কপোতাক্ষ নদের তীরে সপ্তাহব্যাপী মধুমেলা শুরু হয়েছে। মহাকবি মাইকেল মধুসূদন দত্তের ১৯৯তম জন্মবার্ষিকী উপলক্ষে যশোর জেলা প্রশাসন এই মেলার আয়োজন করেছে।

বুধবার (২৫ জানুয়ারি) বিকালে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মেলার উদ্বোধন করেন সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ।

স্থানীয় সরকার যশোরের উপপরিচালক মো. হুসাইন শওকতের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোর-৬ আসনের সংসদ সদস্য শাহীন চাকলাদার, যশোর-২ আসনের সংসদ সদস্য মো. নাসির উদ্দীন, যশোরের পুলিশ সুপার প্রলয় কুমার জোয়ারদার, যশোর জেলা আওয়ামী লীগের সভাপতি শহিদুল ইসলাম মিলন, কেশবপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা কাজী রফিকুল ইসলাম, কেশবপুর পৌরসভার মেয়র রফিকুল ইসলাম।

শুভেচ্ছা বক্তব্য দেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি এস এম রহুল আমিন, কেশবপুর থানার অফিসার ইনচার্জ মফিজুর রহমান, যশোর প্রেস ক্লাবের সভাপতি জাহিদ হাসান টুকুন, সাগরদাঁড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কাজী মোস্তাফিজুল ইসলাম মুক্ত। 

স্বাগত বক্তব্য দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও মধুমেলা উদযাপন কমিটির সদস্য সচিব এম এম আরাফাত হোসেন। অনুষ্ঠান উপস্থাপনা করেন সহকারী কমিশনার সৈয়দা তামান্না হোরায়রা ও যশোর জেলা শিশুবিষয়ক কর্মকর্তা সাধন দাস। 

কর্তৃপক্ষ জানায়, মেলা মঞ্চে প্রতিদিন আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান, নাটক ও যাত্রাপালাসহ সার্কাস, যাদু প্রদর্শনী, কৃষিমেলা, কুটিরশিল্প ,নাগোরদোলা ও বিচিত্রা অনুষ্ঠান পরিবেশিত হবে। নিরাপত্তার জন্য সম্পূর্ণ মেলা প্রাঙ্গণ সিসি ক্যামেরার আওতায় আনা হয়েছে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা