× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ভারতের মাটিতে দাফন বীর শহীদদের কবর দেশে ফিরিয়ে আনা হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

লালমনিরহাট প্রতিবেদক

প্রকাশ : ২৪ জানুয়ারি ২০২৩ ১৮:৫৪ পিএম

আপডেট : ২৪ জানুয়ারি ২০২৩ ১৯:৪৫ পিএম

লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার গোড্ডিমারী ইউনিয়নে তিস্তা ব্যারেজ সেচ প্রকল্প এলাকার ভাটিতে র‍্যাব-১৩-এর শীতবস্ত্র বিতরণ করেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন। ছবি : প্রবা

লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার গোড্ডিমারী ইউনিয়নে তিস্তা ব্যারেজ সেচ প্রকল্প এলাকার ভাটিতে র‍্যাব-১৩-এর শীতবস্ত্র বিতরণ করেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন। ছবি : প্রবা

মহান মুক্তিযুদ্ধের সময় সীমান্তসংলগ্ন এলাকায় শাহাদতবরণ করে ভারতের মাটিতে দাফন করা বীর শহীদ মুক্তিযোদ্ধাদের কবর দেশে স্থানান্তরের উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন। তিনি বলেন, ‘মহান মুক্তিযুদ্ধ চলাকালে বিভিন্ন সীমান্তে অনেক বীর মুক্তিযোদ্ধা মারা গিয়েছিলেন। ওই সময়ে ভারতের মাটিতে যেসব শহীদ বীর মুক্তিযোদ্ধাকে কবর দেওয়া হয়েছিল, সেসব শহীদ মুক্তিযোদ্ধার কবর শনাক্ত করে দেশের মাটিতে ফিরিয়ে আনবে সরকার।’

মঙ্গলবার (২৩ জানুয়ারি) দুপুরে লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার গোড্ডিমারী ইউনিয়নে তিস্তা ব্যারেজ সেচ প্রকল্প এলাকার ভাটিতে র‍্যাব-১৩-এর শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।

ভারতকে বাংলাদেশের অকৃত্রিম বন্ধুরাষ্ট্র উল্লেখ করে মন্ত্রী বলেন, ‘ভারত সরকারও আন্তরিক। আমরা উভয় দেশের সীমান্তহত্যা শূন্যের কোটায় নামিয়ে আনতে কাজ করছি। তারা বলেছে, লেথাল উইপন (প্রাণঘাতী অস্ত্র) ব্যবহার করবে না। তবুও মাঝেমধ্যে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর গুলিতে বাংলাদেশি নিহতের ঘটনা ঘটছে। ভারত সরকারের দেওয়া প্রতিশ্রুতি তাদের রক্ষা করা উচিত।’

র‍্যাবের প্রশংসা করে তিনি বলেন, ‘দেশের জনগণের মনে র‍্যাব তাদের নিজস্ব কর্মকাণ্ড দিয়ে জায়গা করে নিয়েছে। তাদের সামাজিক কর্মকাণ্ডের অংশ হিসেবে র‍্যাবের পক্ষ থেকে উত্তরের তিস্তা পাড়ের শীতার্ত মানুষের পাশে এসে শীতবস্ত্র বিতরণ করছে। মানবতার সেবায় র‍্যাবের স্লোগান স্বার্থক বলতে পারি আমরা। কেননা, এই অঞ্চলের প্রায় ৬ হাজার শীতার্ত মানুষের হাতে আজ এই কম্বল তুলে দেওয়া হলো।’

এ সময় উপস্থিত ছিলেন লালমনিরহাট জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক প্রতিমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা মো. মোতাহার হোসেন, র‍্যাবের মহাপরিচালক অতিরিক্ত আইজিপি এম খুরশীদ হোসেন, অতিরিক্ত মহাপরিচালক কর্নেল কামরুল হাসান, র‍্যাব-১৩ রংপুরের অধিনায়ক আরাফাত, লালমনিরহাটের ভারপ্রাপ্ত জেলা প্রশাসক টিএমএ মোমিন, লালমনিরহাট জেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট মতিয়ার রহমান, লালমনিরহাট পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল ইসলাম প্রমূখ।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা