× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

তিল তিল করে জমানো টাকা ফেরত চান আমানতকারীরা

সাতক্ষীরা প্রতিবেদক

প্রকাশ : ২৩ জানুয়ারি ২০২৩ ১৯:৫৫ পিএম

আপডেট : ২৩ জানুয়ারি ২০২৩ ২০:৪০ পিএম

 ক্ষতিগ্রস্ত গ্রাহকরা টাকা ফেরত পেতে কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা রহিমা সুলতানা বুশরা মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি দিয়েছেন। প্রবা ফটো

ক্ষতিগ্রস্ত গ্রাহকরা টাকা ফেরত পেতে কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা রহিমা সুলতানা বুশরা মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি দিয়েছেন। প্রবা ফটো

সাতক্ষীরায় ‘বরসা’ নামের একটি বেসরকারি উন্নয়ন সংস্থার বিরুদ্ধে অধিক মুনাফার প্রলোভন দেখিয়ে সাধারণ মানুষের কাছ থেকে শতকোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। এমন অভিযোগে প্রতিষ্ঠানটির বিরুদ্ধে পাওনা টাকা ফেরত চেয়ে প্রধানমন্ত্রী বরাবর একটি স্মারকলিপি দিয়েছেন ক্ষতিগ্রস্ত গ্রাহকরা।

সোমবার (২৩ জানুয়ারি) পাওনা টাকা ফেরতের দাবিতে ক্ষতিগ্রস্ত গ্রাহকরা কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি দিয়েছেন। 

ইউএনও রহিমা সুলতানা বুশরা স্মারকলিপি দেওয়ার বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘ক্ষতিগ্রস্ত গ্রাহকরা টাকা ফেরত পেতে মাননীয় প্রধানমন্ত্রী বরাবর একটি স্মারকলিপি প্রদান করেছেন। প্রশাসনের পক্ষ থেকে তদন্ত করে গ্রাহকের টাকা ফেরতের ব্যবস্থা করা হবে।’

ক্ষতিগ্রস্ত গ্রাহক রুহুল আমিন বলেন, ‘আমি একজন পঙ্গু প্রতিবন্ধী। চা-পান বিক্রি করে এক লাখ টাকা জমা করি। সেই টাকা বরসা এনজিওতে পাঁচ বছরে ডাবল দেওয়ার লোভে জমা রাখি। আমার তিল তিল করে জমানো টাকা, এখন ফেরত চাইতে গেলে তাড়িয়ে দেয়।’

গ্রাহক আমিনা বেগম বলেন, ‘আমার মেয়ে একজন প্রতিবন্ধী। সরকার আমার মেয়েকে তিন মাসে ৭০০ টাকা ভাতা দেয়। সে-ই টাকার সঙ্গে আরও ৩০০ বাড়িয়ে ১০০০ টাকা করে জমা রাখতাম। এর সঙ্গে স্বামীর গ্রাম্যপুলিশ থেকে পাওয়া পেনশনের ৫০ হাজার টাকা এই এনজিওতে জমা রাখি। এখন টাকা চাইতে গেলে তারা দিচ্ছে না। স্বামী টাকা ছাড়া আমাকে ঘরে যেতে নিষেধ করেছেন। আমি এখন মহাবিপদে আছি।’

ধলবাড়িয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সজল মুখার্জি বলেন, ‘সাতক্ষীরায় বরসা এনজিও অধিক লাভের প্রলোভন দেখিয়ে নির্বাহী পরিচালক আশিকুর রহমান, রতনপুর শাখার সাবেক ম্যানেজার মৃনাল কান্তি, মাঠকর্মী হরষিত মণ্ডল, দীপঙ্কর ঘোষ, ওদুত মিয়াসহ আরও আট-দশজন মিলে ৩০০০ গ্রাহকের কাছ থেকে ১২৫ কোটি টাকা নেন। কিন্তু মেয়াদ শেষ হলেও তারা টাকা ফেরত না দিয়ে বিভিন্নভাবে হয়রানি করে যাচ্ছেন। এর মধ্যে তিনজন কর্মকর্তা দেশ থেকে পালিয়ে গেছেন। বর্তমান নির্বাহী পরিচালক ও তার ভাইপো খালিদ হাসানও দেশ থেকে পালানোর চেষ্টা করছেন।’

রতনপুর শাখার বর্তমান ম্যানেজার বাবুর আলী বলেন, ‘আমি দোলুয়া নামক একটি অফিসে ম্যানেজার হিসেবে কর্মরত ছিলাম। বর্তমান এই অফিসে যোগদান করেছি। বিগত ম্যানেজার কার কাছ থেকে কত টাকা নিয়েছে, এটি আমার জানা নেই। মালিক মারা যাওয়ায় আমরা একটু সমস্যায় পড়েছি। বর্তমান মালিক এ সমস্যা সমাধানের জন্য চেষ্টা করছেন। আমরা একটি ফান্ড পাচ্ছি, দ্রুত টাকার ব্যবস্থা করা হবে।’ 

সাতক্ষীরার অতিরিক্ত পুলিশ সুপার সজিব খান বলেন, ‘বরসা এনজিওর গ্রাহকদের অভিযোগের কথা শুনে এনজিও কর্মকর্তাদের সঙ্গে কথা হয়েছে। দুই এক দিনের মধ্যে এসপি স্যারের নেতৃত্বে স্থানীয় ব্যবসায়ী, জনপ্রতিনিধি, সাংবাদিক ও বরসা এনজিও কর্মকর্তাদের নিয়ে আলোচনা করা হবে। যাতে ক্ষতিগ্রস্ত গ্রাহকরা দ্রুত তাদের টাকা ফেরত পায়।’

এ বিষয়ে প্রতিদিনের বাংলাদেশের প্রতিবেদক কথা বলতে বরসা পরিচালক আশিকুর রহমানকে একাধিকবার কল করলেও তিনি কল রিসিভ করেননি।

রবিবার দুপুরের দিকে বরসা এনজিওর রতনপুর শাখার সামনে ঘণ্টাব্যাপী মানববন্ধন কর্মসূচি পালন করেছে ক্ষতিগ্রস্ত গ্রাহকরা। ওই মানববন্ধনে হাজার হাজার ক্ষতিগ্রস্ত গ্রাহক অংশগ্রহণ করেন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা