× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

‘বিএনপি না এলেও নির্বাচন হবে’

ফটিকছড়ি (চট্টগ্রাম) প্রতিবেদক

প্রকাশ : ২৩ জানুয়ারি ২০২৩ ১০:৪৪ এএম

আপডেট : ২৩ জানুয়ারি ২০২৩ ১১:১৯ এএম

আইনশৃঙ্খলা কমিটির সভায় বক্তব্য দেন বাংলাদেশ তরীকত ফেডারেশনের চেয়ারম্যান সৈয়দ নজিবুল বশর মাইজভান্ডারী। ছবি : প্রবা

আইনশৃঙ্খলা কমিটির সভায় বক্তব্য দেন বাংলাদেশ তরীকত ফেডারেশনের চেয়ারম্যান সৈয়দ নজিবুল বশর মাইজভান্ডারী। ছবি : প্রবা

১৪ দলের কোনো পরিধি বাড়বে না। বড়জোর মহাজোট হতে পারে। তবে যারা বঙ্গবন্ধুকে মানে না, এমন কোনো ইসলামী দলকে নির্বাচনে আনার চেষ্টা কখনই সুখকর হবে নাএমনটাই বলেছেন ফটিকছড়ির সংসদ সদস্য ও বাংলাদেশ তরীকত ফেডারেশনের চেয়ারম্যান সৈয়দ নজিবুল বশর মাইজভান্ডারী।

রবিবার (২২ জানুয়ারি) বিকালে বীর মুক্তিযোদ্ধা জহুরুল হক মিলনায়তনে উপজেলা আইনশৃঙ্খলা কমিটি ও মাসিক সাধারণ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

সৈয়দ নজিবুল বশর বলেন, ‘২০২৪ সালের জানুয়ারির প্রথম সপ্তাহেই জাতীয় সংসদ নির্বাচন হবে, এতে কোনো ভুল নেই। বিএনপি নির্বাচনে না এলেও নির্বাচন হয়ে যাবে।’

তিনি আরও বলেন, ‘হালদা নদী আর পাহাড় কেটে যারা মাটি-বালি পাচার করছে, ফটিকছড়ির পরিবেশ বিপন্ন করে তুলছে; তাদের দলীয় পরিচয় না দেখে সরাসরি অ্যাকশনে যেতে হবে।’

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সাব্বির রাহমান সানির সঞ্চালনায় ও উপজেলা চেয়ারম্যান হোসাইন মো. আবু তৈয়বের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন উপজেলা ভাইস চেয়ারম্যান জেবুন্নাহার মুক্তা ও ছালামত উল্লাহ চৌধুরী; ফটিকছড়ি পৌর মেয়র মো. ইসমাইল হোসেন, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. আরেফিন আজিম, ফটিকছড়ি থানার ওসি কাজী মাসুদ ইবনে আনোয়ার, ভূজপুর থানার ওসি মুহাম্মদ হেলাল উদ্দিন ফারুকী, উপজেলা নির্বাচন কর্মকর্তা অরুণ উদয় ত্রিপুরা, ইউপি চেয়ারম্যান এসএম সোলায়মান, মো. শাহনেওয়াজ, ইকবাল হোসেন চৌধুরী, সরোয়ার উদ্দিন চৌধুরী, মো. জানে আলম, মুহাম্মদ অহিদুল আলম, মো. জিয়াউদ্দিন, সোয়েব আল ছালেহীন, মো. সোহরাব হোসেন, ফটিকছড়ি প্রেস ক্লাব সভাপতি সৈয়দ জাহেদুল্লাহ কুরাইশী।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা