× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বান্দরবানে ‘জঙ্গিদের মধ্যে দ্বন্দ্বের জেরে খুন’, কবরের সন্ধান

বান্দরবান প্রতিবেদক

প্রকাশ : ১৫ জানুয়ারি ২০২৩ ১০:১৯ এএম

আপডেট : ১৫ জানুয়ারি ২০২৩ ১৪:৩৯ পিএম

আইনশৃঙ্খলা বাহিনীর হাতে গ্রেপ্তার পাঁচজন। ছবি: প্রবা

আইনশৃঙ্খলা বাহিনীর হাতে গ্রেপ্তার পাঁচজন। ছবি: প্রবা

বান্দরবানের রুমায় জঙ্গি সংগঠন জামাতুল আনসার ফিল হিন্দাল শারক্বীয়ার সদস্যদের মধ্যে দ্বন্দ্বের জেরে খুন হওয়া একজনের মরদেহের সন্ধান পাওয়া গেছে বলে জানিয়েছে পুলিশ। স্থানীয় প্রশাসন কবর দেওয়া মরদেহটি উদ্ধারে কার্যক্রম চালাচ্ছে। তবে নিহত ব্যক্তির পরিচয় পাওয়া যায়নি। 

শনিবার (১৪ জানুয়ারি) সন্ধ্যায় রুমা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও)  মো. মামুন শিবলী বিষয়টি নিশ্চিত করেন।

রুমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলমগীর হোসেন জানান, পুলিশের আবেদনের পরিপ্রেক্ষিতে গত ১২ জানুয়ারি জামাতুল আনসার ফিল হিন্দাল শারক্বীয়ার ৫ সদস্যকে রাঙামাটি চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত রিমান্ডে পাঠান। পরে পুলিশের জিজ্ঞাসাবাদে নিজেদের মধ্যে কলহের জেরে তাদের মধ্যে একজনকে হত্যা করে কবর দেওয়া হয়েছে বলে জানায় তারা।

তিনি বলেন, ‘এমন তথ্যের ভিত্তিতে গত শুক্রবার দুপুর সাড়ে ১২টার দিকে পুলিশ ও র‌্যাবের একটি দল দুই জঙ্গিকে নিয়ে বান্দরবানের থানচি উপজেলা হয়ে ঘটনাস্থল রুমা উপজেলার রেমাক্রী প্রাংসা ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের দুর্গম লুয়ংমুয়াল পাড়া এলাকার পাহাড়ে নিহতের কবর শনাক্ত করে।’

ওসি আলমগীর হোসেন বলেন, ‘পরে আদালতের নির্দেশে একজন নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে নিহত জঙ্গির মরদেহ উত্তোলনের সিদ্ধান্ত ছিল। কিন্তু প্রতিকূল আবহাওয়ার কারণে শনিবার যাত্রা বাতিল করায় রবিবার মরদেহ উত্তোলনের সিদ্ধান্ত হয়েছে।’

ইউএনও মো. মামুন শিবলী বলেন, ‘আদালতের নির্দেশে রবিবার মরদেহটি উদ্ধার করতে ঘটনাস্থলে যাব।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা