× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

টাকা নিয়েও চাকরি না দেওয়ার অভিযোগ হরিজন-বাশফোর সম্প্রদায়ের

গাইবান্ধা প্রতিবেদক

প্রকাশ : ১৪ জানুয়ারি ২০২৩ ১৮:২৪ পিএম

আপডেট : ১৪ জানুয়ারি ২০২৩ ১৯:১৩ পিএম

সংবাদ সম্মেলনে বক্তব্য দিচ্ছেন হরিজন ও বাশফোর সম্প্রদায়ের কয়েকজন। প্রবা ফটো

সংবাদ সম্মেলনে বক্তব্য দিচ্ছেন হরিজন ও বাশফোর সম্প্রদায়ের কয়েকজন। প্রবা ফটো

ঘুষের টাকা নিয়েও পরিচ্ছন্নতাকর্মী হিসেবে ফুলছড়ি উপজেলায় একটি স্কুলে পুস্প কুমার বাশফোকে চাকরি না দেওয়ার অভিযোগে গাইবান্ধায় সংবাদ সম্মেলন, বিক্ষোভ ও মানববন্ধন করেছে বাশফোর সম্প্রদায়ের নারী-পুরুষরা। 

শনিবার (১৪ জানুয়ারি) বাংলাদেশ বাশফোর হরিজন কল্যাণ পরিষদ গাইবান্ধা প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করে।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন পুস্প কুমার বাশফোর, রাজেশ বাশফোর, দীলিপ বাশফোর, সন্তোষ বাশফোর ও কীর্তন বাশফোর। 

তারা বলেন, ফুলছড়ি উপজেলার গুনভরি উচ্চ বিদ্যালয়ে দীর্ঘদিন ধরে পরিচ্ছন্নতাকর্মী হিসেবে কাজ করছিলেন পুস্প বাশফোর। তাকে নিয়োগপত্র দেওয়া হয় ওই পদে। প্রধান শিক্ষক মতলুবর রহমান বুলু নতুন করে যোগদান করলে তিনি পুনরায় পত্রিকায় গোপনভাবে পরিচ্ছন্নতাকর্মী নিয়োগের বিজ্ঞপ্তি দেন। প্রধান শিক্ষক পরিচ্ছন্নতাকর্মী পদের জন্য পুস্প বাশফোর কাছে ছয় লাখ টাকা দাবি করেন। দরিদ্র পুস্প বাশফোর তিন লাখ টাকা দিলেও তিনি রাজি হননি। তাকে ছয় লাখ টাকা দিতে হবে। দিতে না পারায় তিনি পুস্প বাশফোর নিয়োগ বাতিল করে নতুন একজনকে নিয়োগ দেন। 

এতে বিক্ষুব্ধ হয়ে বাশফোর ও হরিজন সম্প্রদায়ের লোকজন প্রথম দিন স্কুলে ঝাড়ু প্রদর্শন করে। চাকরি ফিরিয়ে দেওয়ার দাবিতে আজ বাশফোর ও হরিজন সম্প্রদায়ের নারী-পুরুষ গাইবান্ধা প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করে। শহরে মিছিল করে গানাসাস মার্কেটের সামনে মানববন্ধন কর্মসূচি পালন করে।

গুনভরি স্কুলের প্রধান শিক্ষক মতলুবর রহমান বুলু বলেন, ‘পুস্প বাশফোরকে যে নিয়োগ দেওয়া হয়েছে তা আমি জানিই না। এ রকম কোনো কাগজপত্র দপ্তরে নেই। সে অনেকদিন থেকে স্কুলে অনুপস্থিত ছিল। আমরা বিধি মোতাবেক নিয়োগ বিজ্ঞপ্তি দিয়ে দরখাস্ত আহ্বান করেছি, কিন্তু সে কোনো দরখাস্ত করেনি।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা