× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বিএনপি যখনই সুযোগ পেয়েছে মানুষকে জিম্মি করেছে : লিটন

রাজশাহী প্রতিবেদক

প্রকাশ : ১৩ জানুয়ারি ২০২৩ ১৭:০৪ পিএম

আপডেট : ১৩ জানুয়ারি ২০২৩ ১৭:৩৪ পিএম

রাজশাহীতে আওয়ামী লীগের বিভাগীয় প্রতিনিধি সভায় বক্তারা। প্রবা ফটো

রাজশাহীতে আওয়ামী লীগের বিভাগীয় প্রতিনিধি সভায় বক্তারা। প্রবা ফটো

বিএনপি যখনই সুযোগ পেয়েছে হত্যা, ক্যু এবং ষড়যন্ত্রের মাধ্যমে দেশের মানুষকে জিম্মি করেছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও রাজশাহী সিটি করপোরেশনের মেয়র এইচএম খায়রুজ্জামান লিটন। তাই সর্বস্তরের নেতাকর্মীদের সজাগ থাকতে আহ্বান জানিয়েছেন তিনি।

আগামী ২৯ জানুয়ারি রাজশাহীতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জনসভা সফল করার লক্ষ্যে শুক্রবার (১৩ জানুয়ারি) রাজশাহী মেডিকেল কলেজ অডিটরিয়ামে আয়োজিত বিভাগীয় প্রতিনিধি সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। সভাটি আয়োজন করে রাজশাহী জেলা ও মহানগর আওয়ামী লীগ।

মেয়র খায়রুজ্জামান লিটন বিএনপির আন্দোলনের সমালোচনা করে বলেন, ‘বিএনপির সৃষ্টি হয়েছিল অসাংবিধানিক পথে ক্যান্টনমেন্ট থেকে। দলটি হত্যা, ক্যু, ষড়যন্ত্রের মাধ্যমে বাংলাদেশের মানুষকে যখনই সুযোগ পেয়েছে জিম্মি করেছে। দেশের অর্থনীতিকে পঙ্গু, লুটপাট ও অর্থ পাচার করেছে।

‘এখন বিএনপি বলে বেড়াচ্ছে দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা আন্দোলন চালিয়ে যাবে। আওয়ামী লীগও ঘোষণা দিয়েছে যদি রাজপথে আসে আসতে পারে। তবে সেখানে যদি তারা কোনো প্রকার অরাজনৈতিক তৎপরতা বা সন্ত্রাসী কর্মকাণ্ড করতে চায় তবে রক্ষা নেই। নেত্রী শেখ হাসিনা স্পষ্ট বলেছিলেন, যে হাত দিয়ে মানুষের জান অথবা অন্য কিছুতে আগুন লাগাবে সেই হাত পুড়িয়ে দিতে হবে। যে হাত দিয়ে মানুষকে আঘাত করবে সেই হাত ভেঙে দিতে হবে। নেতাকর্মীদের সজাগ থাকতে হবে। রাজশাহী বিভাগের আসন্ন জনসভাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ।’

মেয়র আরও বলেন, ‘আগামী ২৯ জানুয়ারি প্রধানমন্ত্রীর জনসভায় অতীতের যেকোনো জনসভার চেয়ে অনেক বেশি মানুষের সমাগম হবে। এর মধ্য দিয়ে আমরা প্রমাণ দেব বাংলাদেশের সর্বত্রই নেত্রী শেখ হাসিনার ডাকে জনগণ প্রস্তুত আছে। বলা মাত্রই যেকোনো অপতৎপরতা রুখে দেওয়ার মতো ক্ষমতা আওয়ামী লীগ রাখে।’

সভায় রাজশাহী বিভাগের ৮টি জেলার আওয়ামী লীগের নেতাকর্মীসহ কেন্দ্রীর নেতারা উপস্থিত ছিলেন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা