× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

নারীর অধিকার প্রতিষ্ঠায় নীতিমালা প্রণয়ন প্রয়োজন : প্রাণিসম্পদ মন্ত্রী

পিরোজপুর প্রতিবেদক

প্রকাশ : ১৩ জানুয়ারি ২০২৩ ১৬:৫৫ পিএম

আপডেট : ১৩ জানুয়ারি ২০২৩ ১৭:০৮ পিএম

সুধী সমাবেশে বক্তব্য রাখেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম। প্রবা ফটো

সুধী সমাবেশে বক্তব্য রাখেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম। প্রবা ফটো

নারীদের অধিকার প্রতিষ্ঠায় নীতিমালা প্রণয়ন করা প্রয়োজন বলে মনে করেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম। তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার আগে আরেকজন নারী প্রধানমন্ত্রী (খালেদা জিয়া) ছিলেন। তার আমলে মন্ত্রী-এমপিরা বেশি ছিল জামায়াতের। তারা বলতেন, নারীদের ঘর থেকে বের হওয়া যাবে না, ঘরবন্দি থাকতে হবে। তারা আবার ক্ষমতায় আসলে নারী সমাজকে শিক্ষিত হতে দেবে না। নারীদের পেছনে ফেলে রেখে একটা জাতি কখনো এগিয়ে যেতে পারে না। তাই তাদের অধিকার প্রতিষ্ঠায় নীতিমালা করতে হবে।

শুক্রবার (১৩ জানুয়ারি) বিকালে পিরোজপুরের নেছারাবাদ উপজেলার কয়েকটি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন শেষে মাদ্রা পল্লীমঙ্গল মাধ্যমিক বিদ্যালয় মাঠে আয়োজিত সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, ‘বর্তমান সরকার দক্ষিণাঞ্চলসহ সারা দেশে ব্যাপক যোগাযোগ ব্যবস্থা গড়ে তুলছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঐকান্তিক প্রচেষ্টায় এটা সম্ভব হয়েছে। তার যৌগ্য নেতৃত্বে স্বপ্নের পদ্মা সেতু, মেট্রোরেল, পায়রা সমুদ্র বন্দর, কর্ণফুলী টানেলসহ বিভিন্ন মেঘা প্রকল্প বাস্তবায়িত হয়েছে।’

উন্নয়নের অগ্রযাত্রাকে এগিয়ে নিতে শেখ হাসিনাকে আবারও রাষ্ট্র ক্ষমতায় আনার বিকল্প নেই মন্তব্য করে তিনি বলেন, ‘মানুষের কল্যাণে নিজের মেধা, সম্পদ ও শ্রম ব্যয় করতে হবে। মানুষের কল্যাণে আত্মোৎসর্গ করা সৃষ্টির সেরা জীবের কাজ।’

আওয়ামী লীগের স্থানীয় নেতাকর্মীদের উদ্দেশে শ ম রেজাউল করিম বলেন, ‘দলে থাকবেন কিন্তু দলের সিদ্ধান্ত বিরোধী কাজ করবেন, তা হবে না। অনুপ্রবেশকারীদের দলে স্থান দেওয়া হবে না। শেখ হাসিনা রাত-দিন পরিশ্রম করে দেশের উন্নয়ন করে যাচ্ছেন। এ ধারা অব্যহত রাখতে আওয়ামী লীগের নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।’

উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এস এম মুইদুল ইসলাম মুহিদের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাবেক মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক গৌতম চৌধুরী, উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি আব্দুল হামিদ, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাহাবুব উল্যাহ মজুমদার, জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার (নেছারাবাদ-কাউখালী সার্কেল) মো. রিয়াজ হোসেন, ওসি আবির মোহাম্মদ হোসেন প্রমুখ।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা