× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

খেলনা পিস্তল-হাতকড়াসহ ভুয়া ডিবি চক্রের ৪ সদস্য আটক

কক্সবাজার অফিস

প্রকাশ : ১২ জানুয়ারি ২০২৩ ১৬:০১ পিএম

আপডেট : ১২ জানুয়ারি ২০২৩ ১৬:৪৯ পিএম

খেলনা পিস্তল-হাতকড়াসহ ভুয়া ডিবি চক্রের ৪ সদস্য আটক

কক্সবাজারের রামুতে ডিবি পরিচয় দিয়ে প্রতারণা করা চক্রের ৪ সদস্যকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ সময় তাদের কাছ থেকে হাতকড়া, খেলনা পিস্তলসহ অন্য সরঞ্জামও উদ্ধার করা হয়েছে।

বৃহস্পতিবার (১২ জানুয়ারি) সকালে রামুর জোয়ারিয়ানালা ইউনিয়নের নুরপাড়া জামে মসজিদসংলগ্ন এলাকায় এ অভিযান চালানো হয়। 

কক্সবাজার জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের পরিদর্শক আহমেদ নাসির উদ্দিন মোহাম্মদ তাদের আটকের তথ্য নিশ্চিত করেছেন। 

আটক ব্যক্তিরা হলেন, ঈদগাঁওয়ের ভোমরিয়া ঘোনা এলাকার লুৎফুর রহমান, রামুর মণ্ডলপাড়ার মোহাম্মদ ইমরান হোসাইন, ইসলামবাদের মিজানুর রহমান ও দরগাহ পাড়ার মুফিজুর রহমান।

নাসির উদ্দিন মোহাম্মদ জানান, ডিবি পরিচয় দিয়ে প্রতারণার খবর পেয়ে এ অভিযান চালানো হয়। আটক ব্যক্তিদের কাছ থেকে পুলিশের ব্যবহৃত একটি হাতকড়া, একটি খেলনা পিস্তল, ইংরেজিতে ‘ডিবি কক্সবাজার’ লেখা একটি কোটি উদ্ধার করা হয়। 

এ ছাড়া তাদের ব্যবহৃত একটি অটোরিকশা ও একটি মোটরসাইকেল জব্দ করা হয়। 

ডিবির পরিদর্শক জানান, আটক ব্যক্তিরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানিয়েছে তারা ভূঁয়া পুলিশ পরিচয়ে দীর্ঘদিন ধরে বিভিন্ন স্থানে লোকজনদের আটক, টাকা আদায়সহ বিভিন্নভাবে হয়রানি করে আসছিলেন। এ চক্রের আরও কয়েকজনের নাম ও ঠিকানা প্রকাশ করেছে। 

এ ব্যাপারে রামু থানায় নিয়মিত মামলা করা হয়েছে। চক্রের অন্যান্য সদস্যদের আটকে অভিযান চলছে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা