× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ফ্যাসিবাদের সব উপকরণ জনগণের ওপর চাপিয়েছে সরকার : গয়েশ্বর

সিলেট অফিস

প্রকাশ : ১১ জানুয়ারি ২০২৩ ২১:৫৬ পিএম

আপডেট : ১২ জানুয়ারি ২০২৩ ০০:২০ এএম

সিলেটে বিএনপির গণঅবস্থান কর্মসূচি। প্রবা ফটো

সিলেটে বিএনপির গণঅবস্থান কর্মসূচি। প্রবা ফটো

বর্তমান সরকার ফ্যাসিবাদের সব উপকরণ জনগণের ওপর চাপিয়ে দিয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়।

তিনি বলেন, ‘শেয়ার মার্কেট, স্বাস্থ্য, বিদ্যুৎসহ দেশের সব খাতে ব্যাপকহারে চুরি হয়েছে। পদ্মাসেতুসহ উন্নয়ন প্রকল্পের নামে জনগণের হাজার হাজার কোটি টাকা লুটপাট করে বিদেশে পাচার করা হয়েছে। দেশের অর্থনীতিকে ধ্বংস করে দেওয়া হয়েছে। এ অবস্থায় বিএনপির ১০ দফা দাবি আদায় করে দেশের মানুষকে মুক্তি দিতে হবে।’

বুধবার (১১ জানুয়ারি) বেলা ১১টায় সিলেট বিভাগীয় বিএনপি আয়োজিত গণঅবস্থান কর্মসূচিতে তিনি এসব কথা বলেন।

বিএনপি নেতা গয়েশ্বর বলেন, ‘দেশ আজ বিপর্যস্ত। আওয়ামী লীগ স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতন্ত্র চায় না। তারা শুধু ক্ষমতা চায়। বিএনপি জনগণকে সঙ্গে নিয়ে মাঠে থাকবে। আন্দোলন-সংগ্রাম চালিয়ে যাবে।’

বর্তমান সরকারের অধীনে কোনো নির্বাচন হতে পারে না উল্লেখ করে তিনি বলেন, ‘নিরপেক্ষ নির্বাচন ছাড়া আওয়ামী লীগের অধীনে বিএনপি নির্বাচনে যাবে না।’

এসময় বিদ্যুতের মূল্যবৃদ্ধির প্রস্তাবের প্রতিবাদে ও বিএনপির ১০ দফা দাবি আদায়ে আগামী ১৬ জানুয়ারি দেশব্যাপী বিক্ষোভ-সমাবেশের কর্মসূচি ঘোষণা দেন তিনি।

বিএনপির যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল বলেন, ‘ছাগল চুরি, গরু চুরি, কয়লা চুরি, বিদ্যুৎ চুরি, রিজার্ভ চুরি, ব্যাংক চুরিসহ সব চুরির সঙ্গে আওয়ামী লীগ জড়িত। আওয়ামী লীগ এখন সব চোরের নিরাপদ আশ্রয়স্থল। আমরা নিত্যপণ্য, বিদ্যুৎ, তেল ও গ্যাসের দাম কমানোর জন্য বার বার বলছি। সারের দাম বেড়েছে। এখন আবার বিদ্যুতের দাম বাড়ানো হচ্ছে। বর্তমান সরকারকে ক্ষমতা থেকে না সরালে দেশের মানুষ বাঁচতে পারবে না। তারা ক্ষমতায় থাকার সব অধিকার হারিয়েছে।’

সিলেট জেলা বিএনপি সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরীর স্বাগত বক্তব্যের মধ্য দিয়ে শুরু হওয়া অবস্থান কর্মসূচির শেষে ধন্যবাদ জ্ঞাপন করেন মহানগর বিএনপির আহ্বায়ক আব্দুল কাইয়ুম জালালী পংকি। জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী ও মহানগরের সদস্য সচিব মিফতাহ্ সিদ্দিকীর যৌথ সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন দলের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ডা. সাখাওয়াত হাসান জীবন, সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী, মৌলভীবাজার জেলা বিএনপি সভাপতি এম নাসের রহমান, কেন্দ্রীয় সমবায় বিষয়ক সম্পাদক জিকে গৌছ, সহসাংগঠনিক সম্পাদক ও সুনামগঞ্জ জেলা সভাপতি কলিম উদ্দিন আহমদ মিলন, সহ ক্ষুদ্রঋণ ও কুটির শিল্পবিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আব্দুর রাজ্জাক প্রমুখ।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা