× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বৈদ্যুতিক মিটার চুরি করে মোবাইল নম্বর রেখে যেত চক্রটি

নওগাঁ প্রতিবেদক

প্রকাশ : ০৯ জানুয়ারি ২০২৩ ১৭:১৫ পিএম

বৈদ্যুতিক মিটার চুরি করে মোবাইল নম্বর রেখে যেত চক্রটি

নওগাঁর মহাদেবপুরে বৈদ্যুতিক মিটার চুরির সঙ্গে জড়িত আন্তজেলা চোর চক্রের সাত সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে চুরির বৈদ্যুতিক মিটারসহ ছয়টি মোবাইল ফোন জব্দ করা হয়েছে।

সোমবার (৯ জানুয়ারি) দুপুরে অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস) গাজিউর রহমান জানান, রবিবার রাতে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তাররা হলেন নওগাঁ সদর উপজেলার চকরামপুর (মৃধাপাড়া) গ্রামের ইউনুস হোসেন, আনন্দনগর (পশ্চিমপাড়া) এলাকার হারুনুর রশিদ হারুন, শহিদ মন্ডল, মাসুদ রানা, কাদোয়া বটতলা (পশ্চিমপাড়া) এলাকার রবিন সরদার, আশিক হোসেন ও জয়পুরহাট জেলার শমুলিয়া এলাকার জাহাঙ্গীর আলম।

এ বিষয়ে সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ সুপার গাজিউর রহমান বলেন, ‘দীর্ঘদিন ধরে নওগাঁ, বগুড়া এবং জয়পুরহাট জেলায় রাতের আঁধারে বৈদ্যুতিক মিটার চুরি করে আসছিল একটি সংঘবদ্ধ চোর চক্র। চক্রের সদস্যরা মিটার চুরির পর তা ফিরে পেতে দুটি করে মোবাইল ফোন নম্বর মিটার বক্সের মধ্যে রেখে যেতেন। পরে এসব নম্বারে ফোন করলে বিকাশ ও নগদের মাধ্যমে টাকা দাবি করতেন তারা।’

তিনি আরও বলেন, ‘গেল বছরের ২৩ ডিসেম্বর রাতে নওগাঁর মহাদেবপুর উপজেলার গোপিনাথপুর মোড়ে একটি রাইসের বৈদ্যুতিক মিটার চুরি হয়। এর দুদিন পর একই উপজেলার ঘোষপাড়া মোড় ও কুঞ্জবন বাজার থেকে আরও দুটি মিটার চুরি হয়। এ বিষয়ে চুরি হওয়া এক মিটারের মালিক মহাদেবপুর থানায় একটি এজাহার দিলে পুলিশ জড়িতদের ধরতে কাজ শুরু করে। এরই মধ্যে রবিবার রাতে মহাদেবপুরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে চক্রের সাত সদস্যকে গ্রেপ্তার করে পুলিশ।’

গ্রেপ্তাররা প্রাথমিক জিজ্ঞাসাবাদে বৈদ্যুতিক মিটার চুরির কথা স্বীকার করেছেন বলে দাবি এই কর্মকর্তার। তাদের আদালতে পাঠিয়ে রিমান্ড চাওয়া হবেও জানান তিনি।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা