× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ম্রোদের বাড়িঘরে আগুনের অভিযোগ সত্য : মানবাধিকার কমিশন

বান্দরবান সংবাদদাতা

প্রকাশ : ০৫ জানুয়ারি ২০২৩ ১৮:০৮ পিএম

আপডেট : ০৫ জানুয়ারি ২০২৩ ১৮:৫০ পিএম

ম্রো পাড়ায় জাতীয় মানবাধিকার কমিশনের তদন্ত কমিটির সদস্যরা। ছবি : প্রবা

ম্রো পাড়ায় জাতীয় মানবাধিকার কমিশনের তদন্ত কমিটির সদস্যরা। ছবি : প্রবা

বান্দরবানে ম্রোদের বাড়িঘরে আগুন দেওয়া এবং লুটপাটের অভিযোগ সত্য বলে জানিয়েছেন জাতীয় মানবাধিকার কমিশনের সদস্য কংজরী চৌধুরী। তিনি বলেন, ’কমিশন গণমাধ্যম থেকে জানতে পেরে তদন্ত কমিটি গঠন করে ঘটনাস্থল পরিদর্শন করেছে। এলাকাবাসীর সঙ্গে কথা বলে ঘটনার সত্যতা পেয়েছে কমিশন।’

বৃহস্পতিবার (৫ জানুয়ারি) সকালে ঘটনাস্থল পরিদর্শন শেষে তিনি সাংবাদিকদের বলেন, ‘পার্বত্য চট্টগ্রামের প্রধান সমস্যা ভূমিসমস্যা। ভূমিবিরোধ নিষ্পত্তি কমিশন যদি সঠিকভাবে কাজ করতে পারত, তাহলে সমস্যা অনেকটাই সমাধান হয়ে যেত।’

তিনি তদন্ত শেষে মানবাধিকার কমিশনে প্রতিবেদন জমা দেবেন বলে জানান।

জেলার লামা উপজেলার সরই ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড রেঙয়েন ম্রো পাড়ায় গত ১ জানুয়ারি রাতে ঘরবাড়ি আগুন দিয়ে পুড়িয়ে দেওয়ার পাশাপাশি হামলা ও লুটপাটের অভিযোগ ওঠে। স্থানীয় ‘লামা রাবার কোম্পানির’ শতাধিক মানুষ ছয়টি গাড়িতে এসে কয়েকটি ঘরে আগুন দেয়, তিনটি ঘর ভাংচুর ও লুটপাট করে। তা ছাড়া পানির উৎসে বিষ দেওয়ার পাশাপাশি ফলদ বাগান ও জুমক্ষেত পুড়িয়ে দেওয়ার অভিযোগ করেন তারা।

ভয়ে তারা মামলাও করতে পারেননি, হাটে-বাজারেও যেতে পারছেন না। এখন নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে তারা জানান।

অভিযোগ তদন্তের জন্য চার সদস্যবিশিষ্ট কমিটি গঠন করে জাতীয় মানবাধিকার কমিশন।

কমিটির সদস্যরা এলাকা পরিদর্শনকালে রেঙয়েন ম্রো কারবারিসহ (পাড়াপ্রধান) স্থানীয়দের সঙ্গে কথা বলেন।

ওই পাড়ার ৩৫ বছর বয়সি চিংচ্যং ম্রো বলেন, ‘ছোট ছোট মুরগির বাচ্চাও সেদিন হামলাকারীদের হাত থেকে রক্ষা পায়নি।’

ওই জায়গা ম্রো সম্প্রদায় ও রাবার কোম্পানি উভয়ই দাবি করে।

লামা রাবার ইন্ডাস্ট্রিজ লিমিটেডের প্রকল্প পরিচালক মো. কামাল উদ্দিন অভিযোগ অস্বীকার করেছেন।

তিনি বলেন, ‘ম্রোদের বাড়িঘর পুড়িয়ে দেওয়া সম্পর্কে আমরা কিছু জানি না। পাড়াবাসীর অভিযোগ সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট ও অসত্য। আমরা স্থানীয়দের সঙ্গে সুসম্পর্ক বজায় রেখে বসবাস করতে চাই।’

ঘটনার পর থেকে পুলিশ পাড়াটিতে নজরদারি জারি রেখেছে।

লামা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম চৌধুরী বলেন, ‘এলাকাটা সবসময় নজরদারিতে রাখা হয়েছে। পুলিশের টহল বৃদ্ধি করা হয়েছে। বিরোধ নিষ্পত্তির জন্য পুলিশ সচেষ্ট আছে।’

তদন্ত দলের সদস্য কমিশনের পরিচালক (অভিযোগ ও তদন্ত) জেলা ও দায়রা জজ মো. আশরাফুল আলম বলেন, ‘ভূমিবিরোধ নিয়ে আইনশৃঙ্খলা অবনতির আশঙ্কা করে কমিশন একাধিক সুপারিশ করেছিল। সুপারিশগুলো বাস্তবায়িত হলে এই অনাকাঙ্খিত ঘটনা ঘটত না।’

তদন্ত কমিটির পরিদর্শনের সময় সরই ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ইদ্রিস কোম্পানিসহ স্থানীয় জনপ্রতিনিধি, ওসি শহিদুল ইসলাম চৌধুরী, সাংবাদিকসহ অনেকে উপস্থিত ছিলেন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা