× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ধর্ম অবমাননার মামলা থেকে অব্যাহতি পেলেন হৃদয় মণ্ডল

প্রবা ডেস্ক

প্রকাশ : ১৭ আগস্ট ২০২২ ২০:৫৯ পিএম

আপডেট : ১৭ আগস্ট ২০২২ ২১:০০ পিএম

বিজ্ঞান শিক্ষক হৃদয় চন্দ্র মণ্ডল। ছবি: সংগৃহীত

বিজ্ঞান শিক্ষক হৃদয় চন্দ্র মণ্ডল। ছবি: সংগৃহীত

ধর্ম অবমাননার মামলা থেকে অব্যাহতি পেয়েছেন মুন্সীগঞ্জের বিজ্ঞান শিক্ষক হৃদয় চন্দ্র মণ্ডল। মঙ্গলবার জেলা আমলি আদালত-১ এর জ্যেষ্ঠ বিচারিক হাকিম জশিতা ইসলাম শুনানি শেষে অব্যাহতি মৌখিক আদেশ দেন। বুধবার (১৭ আগস্ট) সে আদেশ পত্রে স্বাক্ষর করেন বিচারক।

সংবাদ মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন আদালত পুলিশের জিআরও মো. জসিমউদ্দিন।

মামলা থেকে অব্যাহতি পাওয়ার পর হৃদয় চন্দ্র মণ্ডল বলেন, পাঁচ মাস, প্রায় পাঁচ মাসের মতো অনিশ্চয়তার মধ্যে দিন কাটছিল। ভয়-ভীতি নিয়ে দিন কাটছিল। এখনও ভয় ভীতি আছে, ভয়-ভীতি যাবে না। তবে এখন আমি মুক্ত।

শিক্ষক বলেন, ভয়টা রইল না যে আবার কারাগারে যেতে হবে অথবা আবার মাসে মাসে হাজিরা দিতে হবে। এটার থেকে তো মুক্তি পাইলাম। অনেক শিক্ষকই চাইছিল আমি এই স্কুল থেকে চলে যাই। স্কুলের শিক্ষকরা তো চাইছিলেন এই সমস্যাটা সৃষ্টি হোক। তবে শিক্ষার্থীদের সঙ্গে সব সময় আমার ভাল সম্পর্ক ছিল, এখনও আছে।

হৃদয় মণ্ডলের আইনজীবী শাহীন মোহাম্মদ আমানউল্লাহ বলেন, গতকাল মঙ্গলবার মুন্সীগঞ্জ আমলি আদালত-১ এর বিচারক জশিতা ইসলাম অব্যাহতির আদেশ দেন। তবে মৌখিক ঘোষণার পর আজ আদেশপত্রে স্বাক্ষর করেছেন বিচারক। গত ৮ আগস্ট পুলিশ আদালতে চূড়ান্ত প্রতিবেদন জমা দেয়। প্রতিবেদনে হৃদয় চন্দ্র মণ্ডলের বিরুদ্ধে আনা অভিযোগ মিথ্যা প্রমাণিত হয়।

প্রবা/আরএম/

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা